অনলাইন
তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম নগরী
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২১ মে ২০২২, শনিবার, ২:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৫ অপরাহ্ন

তিন ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট ও অলিগলি। শনিবার সকাল সাড়ে ৮টার পর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। আর এতেই নগরীর দুই নম্বর গেট, চকবাজার, কাপাসগোলা, কালামিয়া বাজার, বাদুরতলা, জঙ্গী শাহর মাজার গেট, বড় মিয়া মসজিদ, কে বি আমান আলী রোড, ফুলতলাসহ কিছু স্থানে সড়কে ও বাসাবাড়ির আশেপাশে হাঁটু পানি জমে যায়। ময়লা আর কাদা পানিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের ইউনিফর্ম নিয়ে ময়লা পানির ভিতর দিয়ে ক্লাসে যেতে হয়েছে।
নগরীর দুই নম্বর গেট এলাকায় প্রধান সড়কে পানি জমে যায়। পানির ভিতর দিয়ে রিকশা, প্রাইভেট কার ও বাসসহ সব ধরণের যানবাহন চলাচল করছিল।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে ৯টা থেকে ১২টা র মধ্যে হয়েছে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত।
পাঠকের মতামত
রাস্তার একদিকে অন্তত ১০ ফিট চওড়া এবং গভীরতা যতটুকু সম্ভব করে স্থায়ী ড্রেন না করা পরযন্ত এই সমস্যা থেকে বেরিয়ে আসা কোন ভাবেই সম্ভব নয়।