বিনোদন
ভারত থেকে আসছে ইমরানের হিন্দি গান
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২১ মে ২০২২, শনিবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২১ অপরাহ্ন

চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল বর্তমানে রয়েছেন ইউরোপ সফরে। সেখান থেকেই নতুন সুখবর দিলেন তিনি। ভারত থেকে একটি নতুন হিন্দি গান প্রকাশ পেতে যাচ্ছে এ শিল্পীর। চলতি মাসের ২৭ তারিখ মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ পেতে যাচ্ছে ভারতের এলিগ্যন্ট আই মিউজিক থেকে। গানটির নাম ‘ম্যানু দাস্তু’। এর সুর ও সংগীত করেছেন রাহুল অঞ্জন। গান লিখেছেন রজত। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, এলিগ্যান্ট আই মিউজিক একটি ভারতীয় প্রোডাকশন।
এরা পাঞ্জাবী ও হিন্দি গান প্রকাশ করে থাকে। এখানে অনেক স্বনামধন্য বলিউড শিল্পীদের গানও প্রকাশ হয়েছে ইতিমধ্যে। আমার গানটি ছয় মাস আগে রেকর্ড হয়েছে।
বিজ্ঞাপন