ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস লীগ ফাইনালের আগে রিয়ালের দুর্দশা

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২১ মে ২০২২, শনিবার, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০১ অপরাহ্ন

mzamin

৪ ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লীগ ফাইনালের আগে তাই বাকি ম্যাচগুলোতে প্রস্তুতি সেরেছে লস ব্লাঙ্কোরা। তবে যুতসই হয়নি কার্লো আনচেলত্তির দলের প্রস্তুতি। চার ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে চ্যাম্পিয়নরা। ব্যর্থতার বৃত্তে আটক রিয়াল সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে পয়েন্ট হারালো। শুক্রবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ রিয়াল বেতিসের জাল ভেদ করতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। সবশেষ তিন ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। তার আগের দুই দেখায় ২-০ ও ১-০ গোলে লস ব্লাঙ্কোদের হারায় বেতিস।
পয়েন্ট হারালেও আফসোস নেই রিয়াল বস কার্লো আনচেলত্তির। ম্যাচশেষে মুভিস্টারকে তিনি বলেন, ‘যেমনটা চেয়েছিলাম, তেমনই খেলেছি আমরা। কোনো ঝুঁকি না নিয়ে দারুণ ছন্দে খেলেছি।

বিজ্ঞাপন
আমি কোনো ঝুঁকি নিতে চাই না।’
ঝুঁকি না নেয়ার কারণটা কারোর অজানা নয়। লা লিগা চ্যাম্পিয়নদের সামনে যে চ্যাম্পিয়নস লীগ ফাইনাল। আগামী ২৮শে মে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। আনচেলত্তি বলেন, ‘এখন আমরা দুদিন বিশ্রাম নিয়ে আবার প্রস্তুতি শুরু করব (ফাইনালের জন্য)।’

আনচেলত্তি বলেন, ‘আজকে আমাদের খেলায় গতি ছিল না। আমরা চেষ্টা কম করেছি। শুধু বল নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছি।’ 
ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিউস। ব্রাজিলিয়ান তারকা থ্রু বল বাড়ান বেনজেমার উদ্দেশ্যে। তবে এগিয়ে এসে বল ধরে ফেলেন বেতিস গোলরক্ষক।
অষ্টম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে মঁদির পাস পেয়ে শট নেন বেনজেমা, ঠেকিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ফিরতি বলে টনি ক্রুসের শট বাইরে দিয়ে যায়।

২০তম মিনিটে কাসেমিরো নিজেদের ডি-বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান নাবিল ফেকির। তিনি বাড়ান উইলিয়ান জোসেকে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
৫১তম মিনিটে দারুণ সুযোগ মিস করে রিয়াল। ডান দিক থেকে কারভাহালের ক্রসে ডি-বক্সে বেনজেমার নেয়া শট ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে রদ্রিগোর প্রচেষ্টা থাকেনি লক্ষ্যে।

৮২তম মিনিটে বেনজেমার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এক মিনিট পর আরেকটি সুযোগ পান তিনি। ভিনিসিউসের ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে দুরূহ কোণ থেকে তার এই প্রচেষ্টাও যায় ওপর দিয়ে।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সহজ সুযোগ নষ্ট করেন বেতিসের হোয়াকিন। কাছ থেকে উড়িয়ে মারেন অরক্ষিত এই স্প্যানিশ উইঙ্গার।

৩৮ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ। 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status