ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে সুসমন্বিত প্রচেষ্টা নিতে হবে: প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ২১ মে ২০২২, শনিবার, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৭ অপরাহ্ন

mzamin

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট খাদ্য, বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবিলায় সুসমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যমান ওই সংকট কাটাতে সুনির্দিষ্টভাবে চারটি প্রস্তাব উত্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ এমন সময় শুরু হয়েছে যখন কোভিড মহামারি থেকে উদ্ধার পেতে সবাই যে যার মতো করে লড়ছে। এ যুদ্ধ নাজুক বিশ্ব অর্থনীতিকে গুরুতর চাপে ফেলেছে। জাতিসংঘের নবগঠিত 'গ্লোবাল ক্রাইসিসি রেসপন্স গ্রুপ'-এর বৈঠকে শুক্রবার রাতে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। হাইব্রিড প্লাটফর্মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন শেখ হাসিনা। এপ্রিলে ৬ সদস্যের গ্লোবাল ক্রাইসিস রেসপন্স অন ফুড, এনার্জি অ্যান্ড ফিন্যান্স (জিসিআরজি) নামে একটি গ্রুপ গঠন করেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। এতে সদস্য হতে বাংলাদেশের সরকার প্রধানকে ফোন করে মহাসচিব বিশেষ আমন্ত্রণ জানান। ওই ফোরামের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় শুক্রবার; যেখানে শেখ হাসিনা বৈশ্বিক সংহতির সুরক্ষা এবং সংকট উত্তরণে উন্নত অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা কামনা করেন। 

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে; যেখানে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের স্বল্প সরবরাহ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইতিমধ্যে সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ সৃষ্টি করেছে। স্বল্পোন্নত দেশ এবং এসআইডিগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে তাদের জন্য অবিলম্বে লক্ষ্যমাত্রাভিত্তিক সহায়তা ব্যবস্থা প্রয়োজন।

বিজ্ঞাপন
এ বিষয়ে তিনি উন্নত দেশ ও বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার এবং আরও সহজলভ্য অর্থায়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

সংকট উত্তরণে শেখ হাসিনার চারটি প্রস্তাব:
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমত, আমাদের অবশ্যই বিশ্বব্যাপী সংহতি জোরদার করতে হবে এবং একটি সুসমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। জি-৭, জি-২০, ওইসিডি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

এই গ্রুপের স্টিয়ারিং কমিটি সব বড় আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় কার্যকর সুপারিশ প্রণয়নে তাদের প্রচেষ্টায় আমরা পূর্ণ সমর্থন দেব।
দ্বিতীয়ত: অবিলম্বে বিশ্বব্যাপী লজিস্টিক ও সরবরাহ শৃঙ্খলে বাধাগুলো মোকাবিলা করা প্রয়োজন। এ প্রয়াস পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে। তৃতীয়ত: কার্যকর খাদ্য সঞ্চয় ও বিতরণব্যবস্থার জন্য কৃষি খাতের জন্য প্রযুক্তিসহায়তা এবং বিনিয়োগের ওপর আরও বেশি গুরুত্ব দেয়া জরুরি। শেখ হাসিনা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে এলডিসিতে অনেক সম্ভাব্য ব্যবসার সুযোগ রয়েছে। এই এজেন্ডাকে এগিয়ে নিতে আমরা বিদ্যমান উত্তর-দক্ষিণ, দক্ষিণ-দক্ষিণ ও ট্রায়াঙ্গুলার সহযোগিতার সুবিধা নিতে পারি। 

এ বিষয়ে বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। চতুর্থ তথা শেষ প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮ সদস্যের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের সভাপতি হিসেবে অর্জিত অভিজ্ঞতা শেয়ার করেন। বলেন, আমরা অনেক এসআইডি এবং নিম্নাঞ্চলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এসব দেশে কৃষি ও খাদ্যব্যবস্থা গুরুতর চাপের মধ্যে রয়েছে। বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। আমরা সর্বদা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখার জন্য জাতিসংঘের যে কোনো আহ্বানে সাড়া দিয়েছি। 

জাতি হিসেবে আমরা সবচেয়ে ভয়ংকর চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে সহিষ্ণুতার জন্য পরিচিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারি এর সর্বশেষ উদাহরণ। মহামারি কাটিয়ে ওঠার লক্ষ্যে আমাদের প্রচেষ্টায় জীবন ও জীবিকার সুরক্ষার মধ্যে সতর্ক ভারসাম্য বজায় রাখা হয়েছে। তিনি বলেন, আমরা আমাদের প্রচেষ্টায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করেছি।

মহামারি মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব জানতে চাইলে প্রধানমন্ত্রী তাঁর সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status