ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘নেইমারের সঠিক গন্তব্য ম্যান সিটি’

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৩:১১ অপরাহ্ন

mzamin

গুঞ্জনটা দীর্ঘদিনের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে বিক্রি করে দিতে চায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের দৌরাত্মে সেই সম্ভাবনাটা আরও জোরদার হয়েছে। পিএসজি ছেড়ে দিলে নেইমারের ভবিষ্যত কী? সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিভালদো মনে করেন, নেইমারের সঠিক গন্তব্য হতে পারে ম্যানচেস্টার সিটি।

স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, স্কোয়াড পুনর্গঠন ও বেতন-ভাতায় সামঞ্জস্য আনতে আগামী জুনেই নেইমারকে বিক্রি করে দেবে লা প্যারিসিয়ানরা। পিএসজি এই মুহূর্তে মেসি এবং এমবাপ্পেকে ধরে রাখতে চায়। পিএসজিভিত্তিক গণমাধ্যম কানাল সাপোর্টার্সকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রিভালদো বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না, এটা (নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি) এখনই ঘটবে। কিন্তু মৌসুম শেষে বিনিয়োগের কিছু অংশ পুনরুদ্ধার করতে নেইমারকে ছেড়ে দিতে পারে তারা। সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দিতে পারেন নেইমার।’

রিভালদো বলেন, ‘এই অবস্থায়, আমি মনে করি ম্যানচেস্টার সিটি তার জন্য সঠিক দল হতে পারে। এই ক্লাবটি তাকে সফল হওয়ার আরেকটি সুযোগ দিতে পারে। সে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের অংশ হতে পারে।’ 

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে উত্থান নেইমারের।

বিজ্ঞাপন
২০১৩ সালে উদীয়মান প্রতিভাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা। সে সময় রোনাল্ডো নাজারিও, রোনালদিনহো, রিকার্দো কাকাদের পর নেইমারকে সেলেসাওদের সম্ভাব্য উজ্জ্বলতম তারকা ভাবা হতো। ছন্দময় ফুটবলে নেইমারও হতাশ করেননি ভক্ত-সমর্থকদের। জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের স্মৃতি না থাকলেও দীর্ঘদিন ধরে সেলেসাও শিবিরে রাজত্ব করছেন পিএসজি তারকা। সে যাই হোক, নেইমারকে রোনাল্ডো কিংবা রোনালদিনহোর মানের মনে করেন না রিভালদো। একটি বৃটিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনাল্ডো কিংবা রোনালহিনহোর পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে তুলনায় নেইমার বেশ পিছিয়েই থাকবে।’
কালজয়ী নেইমারকে পিছিয়ে রাখার কারণও ব্যাখ্যা করেছেন রিভালদো। তিনি বলেন, ‘সে এখনও ব্যালন ডি’অর কিংবা বিশ্বকাপ জিততে পারেনি। তবে আমি মনে করি নেইমার দারুণ খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা হওয়ার যোগ্যতা আছে তার। আমি বিশ্বাস করি সে সেটিই হবে।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status