ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

খ্রিস্টান বাবার দেহ চুল্লিতে, হিন্দু বাবার দেহ কফিনে!

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সেই কবে লিখে গিয়েছিলেন- ভ্রান্তিবিলাস। আর তার নয়া সংস্করণ যেন দেখলো কলকাতা। মৃতদেহ সংরক্ষণকারী সংস্থা পিস ওয়ার্ল্ড এর দুই কর্মীর বদান্যতায় খ্রিস্টান এক ব্যক্তির শেষকৃত্য সমাপন হচ্ছিলো নিমতলা ঘাটের চুল্লিতে। আর এক হিন্দু ব্যক্তি আরেকটু হলেই কফিন বন্দি হয়ে সমাহিত হচ্ছিলেন খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ডে। কর্তব্যে গাফিলতির কারণে পিস ওয়ার্ল্ড এর দুই কর্মীকে আপাতত সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার ডেপুটি  মেয়র অতীন ঘোষ। ঘটনায় প্রকাশ যে  খ্রিস্টান ব্যক্তির মৃত্যু হয় গত বৃহস্পতিবার। কিন্তু , তাঁর তিন ছেলে বাইরে থাকায় ছেলেদের অপেক্ষায় দেহটি রাখা হয় পিস ওয়ার্ল্ডে। হিন্দু ব্যক্তির দেহও রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। কর্মীদের গাফিলতিতে মৃতদেহ অদল-বদল হয়ে যায়। পুত্রদের আসতে দেরি হচ্ছে দেখে খ্রিস্টান ব্যক্তিকে নিমতলা ঘাটে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন
চুল্লিতে ঢোকানোর মুহূর্তে এক ছেলে এসে বাবাকে শনাক্ত করে এবং দাহকাজ আটকায়। হিন্দু ব্যক্তির দেহ কফিন থেকে আর বের করে দেখার তাগিদ অনুভব করেনি কেউ। তাঁর দেহ সমাহিত হওয়ার মুহূর্তে আটকানো হয়। তিনি যে হিন্দু তা জানা যায় কয়েক লহমায়। দুর্দান্ত এক ভ্রান্তি বিলাস এর অবসান হয় এইভাবেই।

 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status