ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

কলকাতার হাসপাতালে যৌন নির্যাতিতা নারীর মুখে লোমহর্ষক বর্ণনা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৮ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

প্রতীকী ছবি

যৌন নির্যাতিতা, বিশেষ করে অপারেশন থিয়েটারে অজ্ঞান অবস্থায়, অর্ধচেতনে থাকা যে নারীকে যৌন নির্যাতন করা হয় তার সাক্ষাৎকার গ্রহণ এককথায়- কঠিন।  কিন্তু নাম গোপন রাখার শর্তে তিনি সাক্ষাৎকার দিতে রাজি হলেন। 
তাই, অ্যাপোলোর মতো পাঁচতারা হাসপাতালে অপারেশন টেবিলে কার্যত যৌন নিগৃহিতার মুখোমুখি মানবজমিন। দিলেন নাতিদীর্ঘ লোমহর্ষক বর্ণনা। দক্ষিণ কলকাতার গড়ফার বাসিন্দা ৩৯ বছর বয়সী নারী জানালেন, ‘অ্যানেস্থেসিয়ার ঘোর তখনও কাটেনি, বুঝতে পারছিলাম আমার ডানদিকে দাঁড়ানো লোকটি কিছু একটা ঘটাচ্ছে। বুঝতে পারছিলাম সব কিছু, কিন্তু অর্ধ চেতন ছিলাম। কিছু করবো সেই ক্ষমতা ছিলো না।’ 

এরপর অশ্রু সজল কণ্ঠে নির্যাতিতা বলেন- ওই অবস্থায় যন্ত্রণায় আমার বাম চোখে জল চলে আসে। সঙ্গে সঙ্গে ট্রলিতে আমার বাঁ পাশে দাঁড়ানো লোকটি বলে, আরে এর তো জ্ঞান ফিরে এসেছে। এরপর ওরা দ্রুত আমাকে বেডে নিয়ে যায়। 

এরপর জ্ঞান ফিরতেই নির্যাতিতা তাঁর স্বামীকে দিয়ে ফুলবাগান থানায় এফআইআর দায়ের করেন। হইচই শুরু হয়। শুরু হয় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাও। 

ওই নারী বলেন- লালবাজার থেকে এক মহিলা পুলিশ অফিসার মৌসুমী চক্রবর্তী আসেন এবং তার ক্ষত পরীক্ষা করে বলেন যে, খুব বিশ্রীভাবে তার ওপর অত্যাচার চালানো হয়েছে।

বিজ্ঞাপন
বৃহস্পতিবার অপারেশন হয় গলব্লাডারের। তারপরই এই ঘটনা। নির্যাতিতা জানান, ঘটনার সময় অপারেশনকারী চিকিৎসক ওখানে ছিলেন না। সোমবার নির্যাতিতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সুবিচারের আশায়। কারণ, তার মনে হচ্ছে ঘটনাটি চাপা দেয়ার চেষ্টা হচ্ছে। শনিবার রাতে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা একটি ছাপানো বিবৃতি দিয়েই ক্ষান্ত থেকেছে। বিবৃতিতে লেখা হয়েছে- এক রোগিনী হাসপাতালে অপারেশনের পর তার সঙ্গে ঘটা এক ঘটনা সম্পর্কে অভিযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেবে। যথাযথ ব্যবস্থাটি কী তা বলা হয়নি। পুলিশের আচরণও সন্দেহের ঊর্ধ্বে নয়। যেমন ঊর্ধ্বে নয় অ্যাপোলো হাসপাতালের আচরণও। 

হাসপাতালে অ্যানেস্থেসিয়ার ঘোরে থাকা নারীর ওপর নির্যাতন সম্পর্কে আদালত কী বলে তার অপেক্ষায় সবাই। নির্যাতিতা নারী অবশ্য শেষ দেখতে চাইছেন। তার কথায়- আর কাউকে যেন কখনও অজ্ঞান অবস্থায় আমার মতো অভিজ্ঞতার শিকার হতে না হয়!

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status