ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সেই জামাল উদ্দিন হত্যার আসামিকে বানানো হলো আনোয়ারা বিএনপির সদস্য সচিব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

(১ বছর আগে) ১৯ মে ২০২২, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৭ অপরাহ্ন

mzamin

গত ৪ দলীয় জোট সরকারের আমলে ধনাঢ্য ব্যবসায়ী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন আহম্মদ চৌধুরীর অপহরণের ঘটনাটি সারাদেশের একটা আলোচিত বিষয় ছিলো। পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলে দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার সন্ধানের দায়িত্ব নিজেই নিয়েছেন বলে সেসময় তার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে সেই সময়ের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির আন্তরিকতার পরও হয়নি কাজ। অপহরণের দুই বছর পর একটি পাহাড়ের গর্ত থেকে জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করা হয়। আলোচিত সেই অপহরণ ও খুনের ঘটনায় জামাল উদ্দিনের পরিবারের দায়েরকৃত মামলার আসামি ছিলেন হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি। আর সেই হেলাল উদ্দিনকেই এখন করা হয়েছে জামাল উদ্দিনের জন্মস্থান আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব।

গত  ১৪ মে মোশারফ হোসেন চৌধুরীকে আহবায়ক ও  হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে  ৬১ সদস্যের কমিটি ঘোষণা করে চট্টগ্রাম  দক্ষিণ জেলা বিএনপি। আর এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন জামাল উদ্দিনের পরিবারসহ আনোয়ারা  উপজেলা বিএনপির বড় একটা অংশের নেতাকর্মীরা।

আদালত সূত্রে জানা যায়, অপহরণের দুই বছর পর  গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ফটিকছড়ির সন্ত্রাসী কালা মাহবুবকে আটক করা হয়। পরে তাদের  দেয়া তথ্যের  ভিত্তিতে  ফটিকছড়ির কাঞ্চননগরের  গহীন পাহাড় থেকে জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র‌্যাব।
এরমধ্যে  শহীদ চেয়ারম্যান সেসময় হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি   আনোয়ারার হাইলদর এলাকার কালা হেলাল (হেলাল উদ্দিন), নাজিম, অমর দাশ, ইসহাক ড্রাইভার, সোবহান ড্রাইভার, গ্যারেজ কাশেমসহ কিভাবে জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে ফেলেন তার লোমহর্ষক বর্ণনা দেন। এই  জবানবন্দির পর  হেলাল উদ্দিনকে আটক করা হয়।

বিজ্ঞাপন
তবে সেই সময়ের প্রভাবশালী এক মন্ত্রীর ইশারায় হেলাল উদ্দিন কারাগার থেকে জামিনে  মুক্তি পান। পরে  এই  মামলার চার্জশিট থেকে  নামও বাদ দেয়া  হয় হেলালের।

এই বিষয়ে জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন  বলেন, আমার বাবার অপহরণ ও খুনের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলো এই হেলাল উদ্দিন। আমার দায়ের করা মামলায় দুই নাম্বার আসামি  সে। পরে রহস্যজনক কারণে তার নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়। আমি এটা নিয়ে আদালতে নারাজি দেই। কিন্তু তাতে কোন কাজ হয়নি। আমি ও আমার পরিবার দেড় যুগের বেশি সময় ধরে ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরছি।
ফরমান রেজা বলেন, বিএনপির কঠিন দুঃসময়ে আমার বাবা ভূমিকা রেখেছিলেন। আর এখন আমার বাবার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকেই বিএনপির নেতা বানানো হয়েছে। এটি আমাদের জন্য  চরম অপমানজনক ও কষ্টকর । 

এদিকে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হওয়া এই হেলাল উদ্দিনের বিরুদ্ধে দলের সাবেক এই সিনিয়র নেতা হত্যাকান্ডে জড়িত থাকা  ছাড়াও  রয়েছে নানা অভিযোগ। চেক প্রতারণা মামলায়  এক বছরের কারাদ- হয়েছিল তার। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের  অভিযোগ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিবকে চিঠি দিয়েছিলেন দক্ষিণ জেলা বিএনপির আটজন সদস্য। এসব গুরুতর অভিযোগের পরও তাকে দলের উপজেলা  কমিটিতে এই গুরুত্বপূর্ণ  পদ দেয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে জানতে অভিযুক্ত হেলাল উদ্দিনকে  কয়েকবার করে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি। পরে ক্ষুদে বার্তা দিলেও উত্তর দেননি। তবে এই বিষয়টি নিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান মানবজমিনকে বলেন, আমরা তো মসজিদের ইমাম নিয়োগ দেইনি। দলে হেলালের ভূমিকা আছে। দীর্ঘদিন ধরে সে রাজনীতি করছে। তাই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। আর  কেউ পদ পদবী  পেলে এইরকম অভিযোগ সামনে চলে আসা স্বাভাবিক।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ই জুলাই চট্টগ্রাম  নগরীর চকবাজারের ব্যবসায়িক কার্যালয় থেকে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে অপহৃত হন  বিএনপি নেতা জামাল উদ্দিন চৌধুরী। এরপর অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এসময় তার পরিবার মুক্তিপণ বাবদ ২৫ লক্ষ টাকা প্রদান করে বাকি টাকা কয়েকদিন পর জোগাড় করে দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু এরপরও মন গলেনি অপহরণকারীদের। তারা জামাল উদ্দিনকে  ফটিকছড়ির কাঞ্চননগরের গহীন পাহাড়ে নিয়ে খুন করে লাশ একটা গর্তে  পুঁতে ফেলেন। এক পর্যায়ে   ঘটনার সাথে জড়িত শহীদ চেয়ারম্যান ও স্থানীয় সন্ত্রাসী কালা মাহবুবের  দেয়া তথ্যের ভিত্তিতে ২০০৫ সালের ২৪শে আগস্ট  ওই গর্ত থেকে জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।  

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status