ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

‘ভোটাধিকার দিবসে’ উর্দুভাষীদের র‌্যালি’

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৮ মে ২০২২, বুধবার, ৮:০৪ অপরাহ্ন

mzamin

উর্দুভাষীদের ভোটাধিকার আদায়ের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় পতাকা র‌্যালি করেছে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)। বুধবার সকালে রাজধানীর পল্লবীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএসপিওয়াইআরএম'র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, সহ-সভাপতি আব্দুর রাশিদ খান বিরেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দীন রাশেদ প্রমুখ।
সমাবেশে মো. সাদাকাত খান ফাক্কু বলেন, উর্দুভাষীরা মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসে। ২০০৮ সালের ১৮ই মে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নের ফলে উর্দুভাষীরা নিজ সন্তানদের ভালো স্কুল কলেজে ভর্তি করাতে পারছেন। চাকুরী ও ব্যবসা করতে পারছেন। আমাদের কাছে আজ ভোট আছে বলেই রাজনৈতিক নেতারা আমাদের খোঁজখবর নেন। এজন্য ১৮ই মে উর্দুভাষী বাংলাদেশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার ৫১ বছর পর উর্দুভাষী নাগরিকদের পুনর্বাসনে সু-স্পষ্ট ঘোষণা দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে পুনর্বাসের আগে বিহারিদের ক্যাম্প উচ্ছেদ ও বিদ্যুৎ বিচ্ছিন্নের কার্যক্রম বন্ধ রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বিজ্ঞাপন
 
এর আগে ২০০৮ সালের ১৮ই মে উর্দুভাষীদের সংগঠন  ইউএসপিওয়াইআরএমের সভাপতি সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে সংগঠনটির ১১ নেতৃবৃন্দের দায়ের করা এক রীটের প্রেক্ষিতে সারাদেশের ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের নাম জাতীয় ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করাসহ তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের রায় দেয় হাইকোর্ট। তখন থেকে প্রতিবছর ১৮ই মে ভোটাধিকার দিবস হিসেবে পালন করে আসছে উর্দুভাষীরা।      
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status