ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে: সালমান এফ রহমান

অর্থনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার, ৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ অপরাহ্ন

mzamin

প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পূর্ণ আস্থা এবং স্থিতিশীলতার সঙ্গে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এমন আশাবাদ ব্যক্ত করেছেন। 

রোববার আগারগাঁয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে উপদেষ্টার নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
ভারতের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সেবা এবং অর্থনৈতিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেফা চুক্তি বিষয়ে প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলেও জানান সালমান এফ রহমান। সীমান্ত হাট শক্তিশালী করতে উভয়দিকেই অবকাঠামোর উন্নয়ন শুরু হয়েছে মর্মে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক বাজারের মূল্যহ্রাসের প্রভাবে দেশীয় বাজারেও বেশকিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও জানান, শিগগিরই দেশের বাজারে ডলার সংকট অনেকাংশেই কেটে যাবে যেহেতু বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া হুন্ডির কারণে দেশে রেমিট্যান্স কিছুটা কম আসছে এবং সরকার এটা নিয়েও কাজ করছে। স্বভাবতই হুন্ডি কমে গেলে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ আবারও বাড়বে।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক চমৎকার সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা কিভাবে আরও জোরদার করা যায় সৌজন্য সাক্ষাতে সেই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

তাছাড়া বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক, বাণিজ্য এবং সীমান্ত হাট ও বন্দরের সক্ষমতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতের নব নিযুক্ত হাই কমিশন প্রণয় কুমার ভার্মা।

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status