ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

এডিপি অনুমোদন

পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ

স্টাফ রিপোর্টার
১৮ মে ২০২২, বুধবার


- এডিপি’র আকার ২,৪৬,০৬৬ টাকা - বৈদেশিক উৎস থেকে ৯৩ হাজার কোটি টাকা
-কর্মসূচির আওতায় মোট প্রকল্প ১,৪৩৫টি

পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৭০ হাজার ৬৯৬ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২৮ দশমিক ৭৩ শতাংশ। গত অর্থবছরেও এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছিল। 
অন্যদিকে আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৯৩ হাজার কোটি টাকা। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৯ হাজার ৯৩৭ কোটি ১৮ লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ৭ হাজার ১০৪ কোটি ২ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ২ হাজার ৮৩৩ কোটি ১৬ লাখ টাকা। সুতরাং স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ এডিপি’র সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।
২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট প্রকল্প ১,৪৩৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১,২৪৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৫টি প্রকল্প। এ ছাড়া আগামী অর্থবছরে প্রস্তাবিত এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প ও বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প সংখ্যা ৮০৯টি।

বিজ্ঞাপন
যার মধ্যে বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দ ব্যতিরেকে প্রকল্প সংখ্যা ১৫০টি এবং সংস্থার নিজস্ব তহবিলে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প সংখ্যা ২৬টি। আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প সংখ্যা ২৮০টি। 
খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ প্রকল্প: আগামী অর্থবছরে খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৭০ হাজার ৬৯৬ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। এর পরের অবস্থান শিক্ষা খাতের। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২৯ হাজার ৮১ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১১ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে প্রায় ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা (৯.৯৬%); স্বাস্থ্য খাতে প্রায় ১৯ হাজার ২৭৮ কোটি টাকা (৭,৮৩%); স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা (৬.৬৯%); কৃষি খাতে প্রায় ১০ হাজার ১৪৪ কোটি টাকা (৪.১২%); পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে প্রায় ৯ হাজার ৮৫৯ কোটি টাকা (৪.০১%); শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে প্রায় ৫ হাজার ৪০৭ কোটি টাকা (২,২০%); এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৪ হাজার ১৬৮ কোটি টাকা (১.৬৯%) বরাদ্দ দেয়া হয়েছে। এই ১০টি খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৭ কোটি টাকা বা ৯৩.০৭%।
মন্ত্রণালয়/বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ (১০টি): এবার সর্বোচ্চ বরাদ্দ পাওয়া বিভাগ হলো স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগে প্রায় ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর পরেই রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ বিভাগে প্রায় ৩১ হাজার ২৯৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগে প্রায় ২৪ হাজার ১৩৯ কোটি টাকা; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রায় ১৬ হাজার ১১ কোটি টাকা; স্বাস্থ্য সেবা বিভাগে প্রায় ১৫ হাজার ৮৫১ কোটি টাকা; রেলপথ মন্ত্রণালয়ে প্রায় ১৪ হাজার ৯২৯ কোটি টাকা; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রায় ১৪ হাজার ১ কোটি টাকা; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৯ হাজার ২৯০ কোটি টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রায় ৭ হাজার ৯৩৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি প্রকল্প: এদিকে প্রকল্প খাতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। এ প্রকল্পে প্রায় ১৩ হাজার ৩৯৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পে (পিইডিপি-৪) প্রায় ৮ হাজার ৭৫৯ কোটি টাকা; মাতারবাড়ি ২৬০০ মেঃ ও আন্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টে প্রায় ৬ হাজার ৫৫৪ কোটি টাকা; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  সমপ্রসারণ (১ম পর্যায়) প্রকল্পে প্রায় ৬ হাজার ১৯ কোটি টাকা; পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা; কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ডব্লিউবি-জিওবি) প্রকল্পে প্রায় ৪ হাজার ২৫৪ কোটি টাকা; বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে প্রায় ৩ হাজার ৮৫১ কোটি টাকা; ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে প্রায় ৩ হাজার ৭০৩ কোটি টাকা; এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা এবং ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) প্রকল্পে প্রায় ২ হাজার ৮৮৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status