ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মুশফিক নাকি তামিম, কে আগে ছুঁবেন ৫ হাজারের মাইলফলক

স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২২, বুধবার
mzamin

দীর্ঘ বিরতির পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন হয় তামিম ইকবালের। তবে পেটের পীড়ার কারণে খেলা হয়নি প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৪৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে হাসেনি তামিমের ব্যাট। ১৩ রানেই ফেরেন সাজঘরে। শ্রীলঙ্কার বিপক্ষে এবার উজ্জ্বল তামিম। ঘরের মাঠে হাঁকালেন সেঞ্চুরি। ১৩৩* রানের ইনিংসে মুশফিকুর রহীমকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হন তামিম। তবে কিছুক্ষণের জন্য। অপরাজিত ফিফটিতে দিনশেষে ফের শীর্ষে উঠে গেছেন মুশফিক। দু’জনের কে আগে ৫ হাজারি ক্লাবে প্রবেশ করেন, সেটাই এখন দেখার।

বিজ্ঞাপন
৪৮৪৮ রান নিয়ে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং শুরু করেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে ২১৭ বলে ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। তামিমের রান এখন ৪৯৮১। অর্থাৎ, টেস্টে ৫ হাজার রান পূর্ণ করতে ওয়ানডে অধিনায়কের প্রয়োজন মাত্র ১৯ রান। ২০০৮ থেকে এখন পর্যন্ত ৬৬ ম্যাচের ১২৬ ইনিংস ব্যাটিং করে এই রানের পাহাড় গড়েছেন তামিম। এদিকে ৪৯৩২ রান নিয়ে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন মুশফিক। টেস্টের তৃতীয় দিন শেষে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১০৪তম ওভারের প্রথম বলে কাসুন রাজিথাকে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এতে মুশফিকের রান দাঁড়িয়েছে ৪৯৮৫। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগটা তিনি আগে পাচ্ছেন।  বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ৪০২৯ রান। ৩৫১৬ রান নিয়ে চতুর্থ স্থানে টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এদিকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেতে টাইগার ওপেনারকে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। আর দেশের মাটিতে প্রায় ৬ বছর পর শতকের মুখ দেখলেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে এটি প্রথম সেঞ্চুরি তামিমের। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর চতুর্থ ওভারে তিন অঙ্কের কোঠা স্পর্শ করেন তামিম। ইনিংসের ৫১তম ওভারে আসিথা ফার্নান্দোর করা দ্বিতীয় বলটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে ১০তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তৃতীয় দিনে ব্যক্তিগত ১৩৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শেষ করেছিলেন তামিম। কিন্তু চা বিরতির পর আর মাঠে নামেননি, হয়েছেন রির্টায়ার্ড হার্ট। বিসিবি সূত্রের খবর, মাংস পেশীর চোট পাওয়ায় দৌড়াতে অসুবিধা হচ্ছিল তামিমের। তাকে বিসিবি চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। সুস্থ বোধ করলে পুনরায় ব্যাটিংয়ে  দেখা যেতে পারে তাকে।  যদি কোনো খেলোয়াড় ব্যাটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন কিংবা যেকোনো কারণে ক্রিজ ছাড়তে বাধ্য হন, তাহলে তিনি রিটায়ার্ড হার্ট হবেন। সেক্ষেত্রে পরে আবার ব্যাট করার সুযোগ রয়েছে এবং আগের জায়গা থেকে ইনিংস শুরু করতে পারবেন সেই ব্যাটার।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status