ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৮ মে ২০২২, বুধবার
mzamin

আগেই নিশ্চিত ছিল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। এই সিরিজটি আয়োজন হওয়ার কথা ছিল এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। তবে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপক্ষীয় নয় খেলা হবে ত্রিদেশীয় সিরিজ। তৃতীয় দল হিসেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে সিরিজটি। যদিও এখনো তারিখ  ও তৃতীয় দল চূড়ান্ত  হয়নি। গতকাল এ  বিষয়ে চট্টগ্রামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এমনটাই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আরেকটা ত্রিদেশীয় সিরিজ খেলবো নিউজিল্যান্ডে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন
ঈদের পর ৭-৮ দিন অনুশীলন করে চলে যাবে নিউজিল্যান্ডে। সম্ভবত ম্যাচগুলো ক্রাইস্টচার্চে হবে। এখনো চূড়ান্ত হয়নি, তবে নিউজিল্যান্ড ছাড়া বাকি দল সম্ভবত পাকিস্তান।’
অন্যদিকে অক্টোবরে অস্ট্রেলিয়াতে আসন্ন বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে বিসিবি আগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে। সবশেষ ওমান-দুবাইয়ে বিশ্বকাপ আসরে দলের ভরাডুবির পর থেকেই টি-টোয়েন্টিতে উন্নতি করতে মরিয়া দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘পরিকল্পনা বলতে আপনারা জেনে গেছেন অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টার বেশি ম্যাচ, অনেক বেশি। যে কারণে এটার জন্য আলাদা ক্যাম্প লাগছে না। মানে আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি ওখানে যাওয়ার আগে অ্যাডিলেডে কিছুদিন ক্যাম্প করবো।’ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ২৪শে অক্টোবর শুরু হবে বাংলাদেশের মিশন। সবমিলিয়ে পাঁচটি ম্যাচ খেলবে টাইগাররা। এর মধ্যে তিন কঠিন প্রতিপক্ষের নাম ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 
টি-টোয়েন্টিতে তামিমের বিকল্প হতে পারেন বিজয়
সবশেষ বিশ্বকাপে দলে ছিলেন না তামিম ইকবাল। নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর  অবশ্য তিনি নিজেই জানিয়েছেন ৬ মাস তিনি খেলবে না টি-টোয়েন্টি ফরম্যাটে। এর মধ্যে যদি তার বিকল্প কোনো ওপেনার টি-টোয়েন্টি দলে চলে আসে তাহলে তিনি এই ফরম্যাটকে হয়তো বলে দিবেন বিদায়। তবে এখনো টি-টোয়েন্টিতে তার কোনো বিকল্প ওপেনার মেলেনি। যারা সুযোগ পেয়েছেন সবাই ব্যর্থ। গতকাল চট্টগ্রামে টেস্ট সিরিজে ৩ বছর পর সেঞ্চুরি পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন এসেছে যদি তিনি শেষ পর্যন্ত না খেলেন তাহলে তার বিকল্প হিসেবে কার সুযোগ হবে! জানা গেছে সদ্য ঢাকা প্রিমিয়ার লীগে ব্যাট হাতে হাজার রান করা এনামুল হক বিজয় আছেন সেই তালিকায়। ওয়েস্ট  ইন্ডিজ সিরিজেই তিনি দলে জায়গা করে নিচ্ছেন। আর পরীক্ষাটা শুরু সেখানে। জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটারের সামনে সময়টা বড় চ্যালেঞ্জের মধ্যেই যেতে হবে। তাতে উতরে গেলে সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়াতে টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে। তামিমকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবাল আগে বললাম হি ইজ ওয়ান অব দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার। ও তার অবস্থান নিজেই ভালো বুঝে এবং এ নিয়ে তার সঙ্গে সিরিজ অফ মিটিং হয়েছে আমাদের, সেটাও আপনারা জানেন। সে আপনাদের কাছে এক্সক্লুসিভলি বলেছে তার প্ল্যান, এরপরে কি আমাদের কিছু বলার আছে? ছয় মাসের সময় হ্যাঁ হয়তো আপনারা অফিসিয়ালি জানতে পারবেন তার ডিসিশন, ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কিনা এটা তার মুখ থেকে শুনবেন। আমি বলতে পারছি না, এটা মনে হয় ডিফিকাল্ট। অবশ্যই আমরা তো এখনো চাই সে খেলুক, আমরা চেষ্টা করেছি এতদিন গত তিন চার মাস ধরে তো কি বললাম, অনেক চেষ্টা করছি। ও যেটা ভালো বলছে তার ক্রিকেটের জন্য, তার নিজের ফিউচার, নিজের ক্যারিয়ারের চিন্তা করে সে বলেছে এজন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চিতভাবে আমরা সম্মান রাখবো (তার সিদ্ধান্ত)।’ 
এ ছাড়াও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নিশ্চিত করেছেন বিজয়কে রাখা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। তিনি বলেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-২০ এবং ওডিআই সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা কনসিডার করছে, তারা নিশ্চিতভাবে বিজয় টি-২০ আর ওডি দলে থাকছে।’ এ ছাড়াও টি-টোয়েন্টি ব্যাটিংয়ে পাওয়ার হিটিং কোচ হিসেবে দলের ব্যাটিং পরামর্শক জিমি সিডন্সের ওপরই ভরসা রাখতে চায় বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘পাওয়ার হিটিং কোচ আছে, কিন্তু আমরা মনে করছি জেমি ভালো করছে। এজ এ পাওয়ার হিটিং কোচ।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status