ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

ক্রিকেট শো নিয়ে ফিরলেন মারিয়া

স্টাফ রিপোর্টার
১৮ মে ২০২২, বুধবার
mzamin

মারিয়া কিস্‌পট্রা। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম আইকন। এরইমধ্যে এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পেরিয়ে একুশে পা রেখেছেন। ফ্যাশন ও মডেলিং এজেন্সি নিয়ে কাজ করার পাশাপাশি তিনি উপস্থাপনাতেও নিজের কারিশমা দেখিয়েছেন। বিশেষ করে পাঁচ বছর আগে জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’ শো উপস্থাপনা করে প্রশংসিত হয়েছিলেন। এরপর বিভিন্ন ব্যস্ততার কারণে আর উপস্থাপনায় দেখা মিলেনি মারিয়ার। তবে চেনা জগতে আবার ফিরেছেন তিনি। ফিরেছেন ক্রিকেট শো নিয়ে। চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ-২০২২ এর মাধ্যমে ক্রিটেক শোয়ের উপস্থাপনায়  ফেরা হলো তার পাঁচ বছর পর। টি স্পোর্টস ও গাজী টিভির ‘বাংলালিংক প্রেজেন্টস মিড ক্রিকেট’ শোটি উপস্থাপনা শুরু করেছেন মারিয়া।

বিজ্ঞাপন
এখানে ফেরার কথা বলতে গিয়ে এ গ্ল্যামার গার্ল বলেন, যখন আমি ‘ক্রিকেট এক্সট্রা’ হোস্ট করি তখন প্রচুর প্রশংসা পেয়েছিলাম। এটা আসলে আমার প্রিয় জায়গায়। একটা কারণে আমি পাঁচ বছর থাকতে পারিনি ক্রিকেট শো উপস্থাপনায়। এখন আবার ফিরলাম। খুব ভালো লাগছে। আশা করছি এ সিরিজের পরও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। এটি ছাড়াও একুশে টিভিতে ‘রূপ লাবন্য’ নামক একটি লাইফস্টাইল ভিত্তিক অনুষ্ঠান প্রচাল হচ্ছে মারিয়ার উপস্থাপনায়। এদিকে মারিয়ার ‘জেনেসিস’ নামে একটি মডেল এজেন্সি রয়েছে। এখানে গ্রুমিং যেমন করানো হয়, তেমনি বিভিন্ন শো কিংবা ব্র্যান্ডের জন্য মডেলও দেয়া হয়। সেটা খুবই প্রফেশনাল উপায়ে। মারিয়া এ প্রসঙ্গে বলেন, এক বছর ধরে এই মডেলিং এজেন্সি দিয়েছি। এই কম সময়েই খুব ভালো একটি জায়গায় আমরা আসতে পেরেছি। এজেন্সি ছাড়া মডেলদের বেশ নানামুখী ঝামেলায় পড়তে হয়। যেটা শুরুতে আমি নিজেও ফেস করেছি। সেই চিন্তা থেকেই এজেন্সিটি করা। এদিকে ২০০৮ সালে একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন মারিয়া। এরপর সিনেমা ও নাটকের প্রস্তাব এলেও সেগুলো নিজের ইমেজের বাইরে হওয়ায় আর কাজ করেননি। 
মারিয়া বলেন, দীর্ঘ সময়ে আমার একটি ইমেজ তৈরি হয়েছে। সেই ইমেজকে ভাঙতে চাই না। নিজের ইমেজের মতো কোনো চরিত্র, গল্প ও নির্মাতা পেলে অবশ্যই কাজ করবো।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status