ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিনোদন

ম্যাজিক ছড়ালেন পায়েল

স্টাফ রিপোর্টার
১৮ মে ২০২২, বুধবার
mzamin

এবারের ঈদে যে ক’জন অভিনয়শিল্পী ছোট পর্দা রাঙিয়েছেন তার মধ্যে অন্যতম কেয়া পায়েল।  বৈচিত্র্যময় চরিত্রে তিনি এবার ম্যাজিক ছড়িয়েছেন। টেলিভিশন কিংবা ইউটিউব- প্রতিটি জায়গায় পায়েল অভিনীত নাটক দর্শক দেখেছেন এবং প্রশংসা করছেন। এ অভিনেত্রীর ‘ভুলো না আমায়’, ‘রংঢং’, ‘লিলুয়’, ‘এক জনমে’, ‘নসিব’, ‘সুইটি আই লাভ ইউ’র মতো নাটকগুলো শুধু বিনোদনের খোরাক হয়নি। কোনো না কোনো এক বার্তা দিয়ে দর্শকদের মনেও দাগ কেটে গেছে। ঈদের কাজ নিয়ে কেয়া পায়েল মানবজমিনকে বলেন, চেষ্টা ছিল প্রত্যেকটি নাটকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার। যে পরিমাণ দর্শক সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে আমার সকল চেষ্টা, পরিশ্রম স্বার্থক হয়েছে। সত্যি আমি ভীষণ আপ্লুত। দর্শকদের কথা দিচ্ছি, তাদের এই ভালোবাসার প্রতিদান আগামীতে আরও ভালো ভালো কাজ করেই ফেরত দেবো ইনশাআল্লাহ। এদিকে সুঅভিনয়, সদিচ্ছা, নিয়মানুবর্তিতা আর কঠোর পরিশ্রম করার মানসিকতার জন্য নির্মাতাদের আস্থায় পরিণত হচ্ছেন তিনি।

বিজ্ঞাপন
এ অভিনেত্রী সম্প্রতি কলকাতা থেকে একটি বিজ্ঞাপনে শুট শেষে দেশে ফিরেছেন। পার্শ্ববর্তী দেশটিতে গিয়ে তিনি দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। পায়েল জানান, কলকাতা গিয়েও সেখানকার মানুষজনের ভালোবাসা, আপ্যায়ন পেয়েছেন এবং তারা তার অভিনয়ের ভক্ত বলেও জানিয়েছেন। যেটা তাকে বেশ অনুপ্রাণিত করেছে। পায়েল বলেন, কলকাতার মানুষরা আমাকে অবাক করে দিয়েছে। এতো ভালোবাসা পেয়েছি, আশা করিনি সত্যি। তারা বাংলাদেশি নাটক এতটা পছন্দ করেন, তাদের সামনাসামনি না কথা বললে বুঝতাম না আসলে। এটা শুনে আরও আনন্দ হয়, যে আমার ঈদের নাটকও তারা দেখেছেন এবং তাদের আমার অভিনয় ভালো লাগে। শিগগিরই রাফাত মজুমদার রিংকু পরিচালিত ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’র শুট শুরু করবেন বলে জানালেন পায়েল। এরপর খণ্ড নাটকেরও কাজ করবেন। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status