ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

হিউম্যান রাইটস কমিশন সহ ৫ বিভাগ বিলুপ্ত করলো তালেবানরা

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৪:৫৪ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের গঠন করা হিউম্যান রাইটস কমিশন সহ গুরুত্বপূর্ণ ৫টি বিভাগ বিলুপ্ত ঘোষণা করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। দেশ মারাত্মক আর্থিক সঙ্কটে। এর মধ্যে তারা এসব বিভাগকে অপ্রয়োজনীয় বলে মনে করেছে। আফগান সরকারের একজন কর্মকর্তা এ কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। গত বছর ১৫ই আগস্ট যুদ্ধবিধ্বস্ত দেশের ক্ষমতা দখল করে তালেবানরা। তারপর শনিবার প্রথমবারের মতো তারা বার্ষিক জাতীয় বাজেট ঘোষণা করে। এ সময় তালেবান কর্তৃপক্ষ জানায় এই অর্থবছরে তাদের বাজেট ঘাটতি ৫০ কোটি ১০ লাখ ডলার। তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র ইন্নামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, এসব বিভাগ অপ্রয়োজনীয় মনে হয়েছে আমাদের কাছে। ফলে বাজেটে এসব বিভাগকে ধরা হয়নি। এসব বিভাগ এখন বিলুপ্ত।

বিজ্ঞাপন
 বিলুপ্ত অন্য বিভাগগুলোর মধ্যে আছে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), এক সময়ের উচ্চ শক্তিসম্পন্ন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আফগানিস্তানের সংবিধানের বাস্তবায়ন দেখাশোনার দায়িত্বে থাকা একটি কমিশন। এর মধ্যে এইচসিএনআরের সর্বশেষ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি এবং ওই সময়কার বিদ্রোহী তালেবানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছিলেন। 

আগ্রাসন চালানোর ২০ বছর পরে ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার শুরু হয়। এতে পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকার দুর্বল হয়ে ভেঙে পড়ে। ক্ষমতা নিয়ে নেয় তালেবানরা। 

সামাঙ্গানি বলেন, জাতীয় বাজেট তৈরি করা হয় বাস্তবতার ভিত্তিতে এবং যেসব বিভাগ সক্রিয় ও ফলপ্রসূ আছে শুধু তাদের জন্য বরাদ্দ দেয়া হয়। তিনি বলেন, বিলুপ্ত ওইসব বিভাগ যদি প্রয়োজন হয় তাহলে ভবিষ্যতে সক্রিয় করা হবে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status