ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

গোলাপবাগ মাঠে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী

স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

গতকাল বিকাল ৩টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি  প্রতিনিধিদল গণমাধ্যমের মুখোমুখি হয়। বিএনপি নেতারা জানান, গণসমাবেশের জন্য দলটি গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করে গোলাপবাগ মাঠে। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। আজ সকাল ১১টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা। বিএনপি’র শীর্ষ নেতারা জানান, সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশ থেকে তাদের কয়েক লাখ নেতাকর্মী রাজধানীতে হাজির হয়েছে। সরকারের সব বাধা উপেক্ষা করে যেকোনো মূল্যে সমাবেশ সফল করতে চায় দলটি। বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমাবেশের প্রস্তুতি ও বাস্তবায়নে তারা পুলিশের সহায়তা চান। সমাবেশস্থলে হাজির হওয়া নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বেশির ভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন।

বিজ্ঞাপন
তারা বলেন, হত্যা, নির্যাতন, গ্রেপ্তার করে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। এই সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে সমাবেশে আসা এক কর্মী বলেন, আমরা ১০ জনের একটি দল সমাবেশ উপলক্ষে ঢাকায় এসেছি। কিন্তু আমাদের দুইজনকে পুলিশ আটক করেছে। আমাদের মামলা-হামলা করে দমিয়ে রাখা যাবে না। পুলিশ দিয়ে কোনোভাবেই জনগণকে থামিয়ে দেয়া সম্ভব না। আমাদের এই মাঠে সমাবেশের অনুমতি দেয়া হলেও এ জায়গা পর্যাপ্ত নয়। তবুও যেকোনো অবস্থায় দলের সিদ্ধান্ত মানতে আমরা প্রস্তুত। সমাবেশ স্থলে আসা চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. সায়েদ বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেই নাই। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলেছিল। আমরা রাজি হই নাই। দেখেন কী পরিমাণ লোক হয়েছে আজকেই। নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ নানা দাবিতে গত ১২ই অক্টোবর থেকে প্রতি শনিবার দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপি’র সমাবেশগুলোতে একই চিত্র দেখা গেছে। কোথাও জনসভার আগের দিন, কোথাও দুই বা তিনদিন আগে থেকেই সভাস্থলে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে রাজধানীতে ১০ই ডিসেম্বর জনসভার ডাক দেয়া হলেও এটি হবে কিনা, এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় জনসভার স্থল নিয়ে বিরোধের কারণে। গতকাল ডিবি প্রধানের সঙ্গে বৈঠক শেষে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গোলাপবাগে গণসমাবেশ করতে আমরা অনুমতি পেয়েছি। আজ বেলা ১১টার দিকে এ সমাবেশ শুরু হবে। বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপি’র প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status