ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

অভিষেক টেস্টের প্রথম সেশনেই ৫ উইকেট আবরারের

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

রেকর্ডের বন্যা বইছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করে বেশকিছু রেকর্ড গড়ে ইংল্যান্ড। মুলতান টেস্টেও একাধিক রেকর্ড রচিত হলো ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই। এতে আলো কেড়েছেন আবরার আহমেদ। ২৪ বছর বয়সী আবরার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই করলেন বাজিমাত। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেশনেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের অভিষিক্ত বাঁহাতি এ লেগ স্পিনার। তার ঘূর্ণিতেই ২৮১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দিন শেষে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০৭ রান। অভিষেক টেস্টের প্রথম সেশনে ৫ উইকেট তুলে নিয়ে আবরার নাম লেখালেন গ্রেটদের কাতারে। পাকিস্তানের হয়ে অভিষেকে ৫ উইকেট পাওয়া ১৩তম ক্রিকেটার তিনি।

বিজ্ঞাপন
গতকাল মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে বোলিংয়ে নামে পাকিস্তান। প্রথম সেশন শেষে ইংল্যান্ড হারায় পাঁচ উইকেট। এই পাঁচ উইকেটের সবগুলোই পান আবরার। ৪৬ বছর পর এমন ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব। সবশেষ ১৯৭৬ সালে জন লেভার ভারতের বিপক্ষে এই দুঃসাধ্য কাজটা করেছিলেন। অভিষেক ম্যাচে প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেটের সবগুলোই নিজের ঝুলিতে নেয়ার তালিকায় আবরার এখন সপ্তম। তবে তার সমসসাময়িকদের মধ্যে কেউই নেই তালিকায়। জন লেভার ছাড়া সেখানে আছেন লেস্টার কিং, ভ্যালেন্টাইন, ফেন ক্রেসওয়েল, জর্জ ফিনালি, বিল লকউড।  গতকাল বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট পান আবরার। ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করে অভিষেক রাঙান এ স্পিনার। দারুণ ছন্দে থাকা বেন ডাকেটকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। এরপর একে একে সাজঘরে ফেরান জো রুট, অলি পোপ ও হ্যারি ব্রুকের মতো ব্যাটারদের। আর তাতেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় উদীয়মান এ স্পিনারের। ইনিংসে শেষ পর্যন্ত সাত উইকেট নেন আবরার। তৃতীয় পাকিস্তানি বোলার হিসেবে অভিষেকে সাত উইকেট নিলেন এই স্পিনার। এর আগে পাকিস্তানের মোহাম্মদ নাজির ও মোহাম্মদ জাহিদ অভিষেকে সাত উইকেটের কৃতিত্ব দেখিয়েছিলেন। আবরারসহ ১৫জন বোলার অভিষেক টেস্টে সাত  উইকেট নিয়েছেন। অভিষেক আট উইকেট নিয়েছেন আটজন বোলার।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status