বাংলারজমিন
রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ স্ত্রীর পর চলে গেলেন স্বামীও
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
সিদ্ধিরগঞ্জে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে চারদিন মৃত্যু যন্ত্রণায় কাতরিয়ে বাসচালক মো. জসিম উদ্দিন (৪৫) মারা গেছেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ৫ই ডিসেম্বর সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী আফরোজা আক্তার (৩৮)। চিকিৎসাধীন রয়েছেন তাদের স্কুলপড়ুয়া মেয়ে জয়া আক্তার (১৩)। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এ ছাড়া তাদের ৭ বছরের ছেলে শিশু জুনায়েদ ৭ শতাংশ দগ্ধ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। নিহত জসিম ফতুল্লার সস্তাপুর এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। পেশায় হানিফ পরিবহনের বাসচালক।