ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পুলিশ চেকপোস্ট

যাত্রীবাহী পরিবহনের চাপ নেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রবেশ ও বহির্গমন মুখে গতকাল সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপ ছিল খুবই কম। মহাসড়কের পাশে দূরপাল্লার কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে গেছে। মঞ্জুরুল ইসলাম সকাল ১০টার দিকে সাভার থেকে মোটরসাইকেলে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। বেলা ১২টার দিকে গাজীপুরের জৈনাবাজার এলাকায় পুলিশ চেকপোস্টের মুখোমুখি হন। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেখানোর পর ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে গাজীপুরের সীমানা অতিক্রম করতে দেয়নি পুলিশ।  ময়মনসিংহের ভালুকা ডিগ্রি কলেজের ছাত্র আকাশ মাহমুদ জানায়, ময়মনসিংহের সীমানা অতিক্রম করতে যাওয়ার সময় পুলিশি তল্লাশির মুখে পড়েন বেলা ১১টার  দিকে। তিনি গাজীপুরের জৈনাবাজার এলাকায় একজনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। তার বাড়ি ভালুকার সিডস্টোর এলাকায়। জৈনাবাজার থেকে সিডস্টোরের দূরত্ব ৭ কিলোমিটার। এর মাঝে গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত।

বিজ্ঞাপন
পুলিশি তল্লাশির শিকার হয়ে জেলার সীমান্ত অতিক্রম করতে পানেরননি তিনিও। জৈনাবাজার মা-বাবার দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মো. রমজান আলী বলেন, গত ৩ দিন ধরে কাস্টমার কমে গেছে। মহাসড়কে গতকাল যানাবহনের সংখ্যা একেবারেই কমে গেছে। যেসব পরিবহন মাঝে মধ্যে দেখা যায় সেগুলো মালবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে গাজীপুরের জৈনাবাজারে গতকাল ভোরে এসে পৌঁছেছেন চালক সাইফুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি চেকের সম্মুখীন হয়েছেন। অনেকে অর্ডার না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে বসে রয়েছেন। ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী যাত্রীবাহী সোয়ানা পরিবহনের চালক ইসমাইল হোসেন বলেন, সড়কে পুলিশি চেকপোস্টগুলো সাধারণত জেলার প্রবেশদ্বারগুলোতে বসানো হয়েছে। প্রতিটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বাসে গত ৩ দিন ধরে যাত্রী অনেক কমে গেছে।  মোটরসাইকেলে উত্তরা যাচ্ছিলেন আব্দুল্লাহ সাখাওয়াত। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, যেভাবে তল্লাশি করা হচ্ছে আজ আমার কাছে মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকলে ঢাকা অভিমুখে যেতে পারতাম না। ময়মনসিংহের ভালুকা থানার পরিদর্শক (অপারেশন) মো. আবুল হাশেম গতকাল গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী জৈনাবাজারে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশির দায়িত্ব পালন করছেন। ১০/১২ জনের একদল ফোর্স নিয়ে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের গতিরোধ করে গাড়ির কাগজপত্র ও যানবাহনের বিভিন্ন অংশ তল্লাশি করছেন। তিনি বলেন, ঢাকায় ১০ই ডিসেম্বরের সামবেশকে কেন্দ্র করে কেউ যেন বিপদজনক কোনো বস্তু বহন করতে না পারে বা কানো ওয়ারেন্টভুক্ত আসামি অনাকাঙ্ক্ষিত কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেজন্য তল্লাশি চালিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে দুপুর পৌণে ১টা পর্যন্ত কাউকে আটক বা এ রকম কোনো পাওয়া যায়নি। আমরা সকলকে তল্লাশি করছি না। কেবল সন্দেহ হলেই সেইসব ব্যক্তি ও পরিবহন তল্লাশির আওতায় আনা হচ্ছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status