ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন

মুন্সীগঞ্জ সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২২, শনিবার

মুন্সীগঞ্জ জেলায় নজিরবিহীন পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সন্দেহের বাইরে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নেই ঢাকায় যেতে পারছেন। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৯শ’ পুলিশ মাঠে রয়েছে। এর মধ্যে ৪শ’ পুলিশ সদস্য জেলার বাইরে থেকে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও লোহজং, শ্রীনগর, সিরাজদিখান উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যাত্রী ও পণ্যবাহী এবং ব্যক্তিগত যানবাহনকে লক্ষ্য করে এই পরিবেশ তৈরি করা হয়েছে। এ ছাড়াও জেলা সদরসহ অন্য অভ্যন্তরীণ সড়ক এবং নৌপথে পুলিশ মোতায়েনসহ চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলেই সেসব চেকপোস্টে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুন্সীগঞ্জে কর্মরত বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী বলছেন, গত কয়েক বছরে জেলায় এরকম পরিবেশ দেখা যায়নি। সাধারণত জেলায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আগে এরকম নিরাপত্তা ব্যবস্থা দেখা যেত।

বিজ্ঞাপন
মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার সম্বন্ধ দেব বলেন, বিজয় দিবস ও থার্টিফার্স্ট নাইটকে সামনে রেখে ৩২ জেলার ঢাকায় প্রবেশদ্বার মুন্সীগঞ্জের সকল সড়ক ও নৌপথে ৬টি স্তরে ৮৪টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব জায়গায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটি নিশ্চিত করা হচ্ছে। কারও স্বাভাবিক চলাচলে বাধা দেয়া হচ্ছে না।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status