রাজনীতি
ফখরুল-আব্বাসের জামিন নাকচ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেছে আদালত। আজ সন্ধ্যায় তাদের আদালতে তুলে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে এই দুই নেতার পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার মধ্যরাতের পর এই দুই নেতাকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। দুপুরে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয়। পল্টনে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।