ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

আজও পুলিশের দখলে নয়া পল্টন এলাকা

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

গতকালের মতো আজকেও পুলিশের দখলে পুরো নয়া পল্টন এলাকা। নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়ের সড়কটি। পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তা অবস্থানে রয়েছে পুলিশ।  

শুক্রবার সরজমিন দেখা যায়, সকাল থেকেই পুলিশ পাহারায় রয়েছে নয়া পল্টন এলাকা। বিএনপির দলীয় কার্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নয়া পল্টনের সড়কে প্রবেশমুখী গোলিগুলোতেও পুলিশের উপস্তিতি রয়েছে। এদিক দিয়ে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় দিয়ে দু'একজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রবেশ করতে দেয়া হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আজকে শুক্রবার ছুটির দিনের জন্য এমনিতেই পল্টনে মানুষজন কম। আর কাল যেহেতু বিএনপির সমাবেশের ঘোষণা রয়েছে; তাই নিরাপত্তার কারণেই আমরা এখানে কড়াকড়ি অবস্থানে রয়েছি।

এদিকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। সকাল থেকেই সুনসান পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেইটের দুই নিরাপত্তা কর্মী বলেন, গত বুধবার পুলিশের অভিযানের পর বিএনপির কেউ অফিসে আসেনি। কেউ আসবেন কিনা তার কোনো তথ্য তাদের কাছে নেই।
ওদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল পর্যন্ত পুরো সড়কজুড়ে সিসিটিভি লাগানো হচ্ছে।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status