ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান অ্যামনেস্টির, পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করে একটি ‘চিলিং ম্যাসেজ’ বা হিমশীতল বার্তা দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। বুধবার ঢাকায় বিরোধী দল ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হওয়ার প্রেক্ষাপটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক যামিনী মিশ্র এসব কথা বলেছেন। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক এই সংস্থার নিজস্ব ওয়েবসাইটে তার মন্তব্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যামিনী মিশ্র বলেছেন, এ ঘটনা এটাই বলে দেয় যে- মানুষের জীবনের ‘স্যাংটিটি’ বা পবিত্রতার প্রতি খুবই সামান্য সম্মান দেখায় বাংলাদেশ কর্তৃপক্ষ। একই সঙ্গে এর মধ্য দিয়ে এক হিমশীতল বার্তা দেয়া হয়েছে তাদের প্রতি, যারা মানবাধিকারের চর্চা করার সাহস দেখাবেন। এর মধ্য দিয়ে তাদেরকে এই বার্তা দেয়া হয়েছে যে, এমনটা করলে তাদেরকে করুণ পরিণতির মুখে পড়তে হবে। যখন বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ হবে তখন কর্তৃপক্ষকে অবশ্যই অতিরিক্ত শক্তিপ্রয়োগ বন্ধ করতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে শুধুমাত্র বিদ্যমান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। তিনি আরও বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা দেখেছি কর্তৃপক্ষ উদ্বেগজনক আকারে নিষ্পেষণ চালাচ্ছে। তারা রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে।

বিজ্ঞাপন
এর ফলে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, ভীতি প্রদর্শন ও হয়রানির মারাত্মক উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এটা অপরিহার্য যে, প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সভাসমাবেশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমুন্নত রাখতে হবে সরকারকে। 

যামিনী মিশ্র আরও বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্পেষণের বিষয়ে দায়মুক্তি অবশ্যই বন্ধ করতে হবে কর্তৃপক্ষকে এবং দ্রুততার সঙ্গে পুলিশ বাহিনীর অতিরিক্ত শক্তি ব্যবহারের বিষয়ে পূর্ণাঙ্গ এবং কার্যকর তদন্ত করতে হবে। তাদেরকে নিশ্চিত করতে হবে যে, সন্দেহজনক হোতাদের বিচারের আওতায় আনতে হবে। ভিকটিমদের ন্যায়বিচার এবং কার্যকর প্রতিকারের ব্যবস্থা করতে হবে। 

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার ঢাকায় পুরানা পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ১০ই ডিসেম্বর বড় রাজনৈতিক সমাবেশের ঘোষণা দেয়ার পর এই সংঘর্ষ হয়। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মকবুল নামে ৩২ বছরের এক যুবক। কমপক্ষে আরও তিনজন আহত হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির কয়েক হাজার নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। সেখানে পুলিশ সরাসরি গুলি করে। ছররা গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status