ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

একদিকে চলছে অস্ত্রোপচার, রোগীর চোখ আটকে ফিফা বিশ্বকাপের দিকে

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৬ অপরাহ্ন

mzamin

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। তবে ফিফা বিশ্বকাপ দেখার জন্য একজন রোগী যা করে বসলেন তার বোধহয় তুলনা হয় না। ভারতের মহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা একটি ছবি শেয়ার করেছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছবিটি দিয়ে তিনি তার অনুগামীদের জিজ্ঞাসা করেছিলেন যে, এই লোকটিও  ট্রফি পাওয়ার যোগ্য কি-না। ভাইরাল ছবিটি পোলিশ শহরের কিলসের একটি হাসপাতাল থেকে তোলা এবং শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। যেখানে দেখা গেছে ওটিতে ঢোকার আগে চিকিৎসকদের কাছে এক রোগী আবেদন করেন, তিনি সার্জারি চলাকালীন বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কি-না। রোগীর আবেদনে রাজি হন চিকিৎসকরা। কথা মতো ওটিতেই চালানো হয় টিভি। সেই সময় খেলা চলছিল রোগীর পছন্দের দলের। তাকে অচেতন করার ওষুধ দিয়ে সার্জারি শুরু করেন চিকিৎসকরা। কিন্তু ঘোলা চোখে টিভির পর্দার দিকেই তাকিয়ে থাকেন রোগী! কিলসের এসপি ZOZ MSWiA  হাসপাতাল দ্বারা ছবিটি শেয়ার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, লোকটির ২৫ নভেম্বর কিলসে তার শরীরের নিম্নাংশে  অস্ত্রোপচার করা হয়েছিল।

বিজ্ঞাপন
তিনি সার্জনদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা অস্ত্রোপচার সম্পাদন করার সময় তিনি ওয়েলস এবং ইরানের মধ্যে ম্যাচ দেখতে পারেন কি-না। তার অনুরোধ মঞ্জুর করা হয়েছিল এবং অপারেশন থিয়েটারে একটি টেলিভিশন সেট আনা হয়েছিল যখন ওই ব্যক্তির  মেরুদণ্ডে অ্যানাসথেশিয়া করা হয়েছিল। স্পাইনাল অ্যানেস্থেসিয়া রোগীর কোমর থেকে শরীরকে অসাড় করতে ব্যবহৃত হয়। একজন ব্যবহারকারী ছবিটিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "রোগীর পাশাপাশি, চিকিৎসকদেরও  অস্ত্রোপচার পরিচালনা করার জন্য বড় ট্রফি প্রাপ্য। ''

আরেকজন লেখেন ''এটা এখন ওটি-তে খুব সাধারণ ব্যাপার। রোগীর দুশ্চিন্তা দূর করার জন্য আমাদের এই ধরনের অভ্যাস করতে হবে।'' একটি ওয়েব সিরিজের পর্ব বা এমনকি লাইভ #ফিফা ম্যাচ সমস্যার সমাধান করতে পারে।'তৃতীয় একজন মন্তব্য করেছেন, '' খেলার ক্ষেত্রে ফুটবলের উন্মাদনা অতুলনীয়! ফিফার উচিত এই ফ্যানদের চিহ্নিত করা এবং সমাপ্তি অনুষ্ঠানে তাদের অভিনন্দন জানানো!''

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status