ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চকরিয়ায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক: ১ বছরের কারাদণ্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ১২:০৬ অপরাহ্ন

mzamin

আটক ভুয়া এমবিবিএস ডাক্তারের নাম ফরিদ উদ্দিন। আসল নাম গোপন রেখে ধারণ করেন মাইন উদ্দিন। পরিচয় পাল্টিয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার সেজে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে ধরা পড়লো ভ্রাম্যমাণ আদালতের কাছে। আটক ভুয়া ডাক্তারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে অতিরিক্ত আরো তিন মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার (১৬ মে) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের শহীদ আবদুল হামিদ বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে।
আটক ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের আলী আক্কাস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন স্থানে ডাক্তারের ভুয়া পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। কয়েকদিন আগে যোগ দেন চকরিয়া সিটি হাসপাতালে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান বলেন, আটক ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে চকরিয়া সিটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার চিকিৎসায় ভুক্তভোগী লোকজনের সন্দেহ হলে গোপনে বিষয়টি আমাকে জানায়। অভিযোগ পেয়ে আজ সোমবার বেলা দেড়টায় এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এসময় ডা. মাইন উদ্দিন নামে এক চিকিৎসকের কাগজপত্র দেখালে তা যাচাই করে দেখা যায় তিনি ডাক্তার মাইন উদ্দিন নন, তার নাম ফরিদ উদ্দিন।

বিজ্ঞাপন
প্রতারণা প্রকাশ পাওয়ায় তাকে আটক করা হয়। আটক করার পর তাকে এক বছরের কারাদণ্ড প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে অতিরিক্ত আরো ৩ মাস কারাভোগ করতে হবে বলে জানান। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status