ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপই ছেড়ে দেয়ার হুমকি দিয়েছিলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
mzamin

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর- এ কারণে বিশ্বকাপ ছেড়েই চলে যেতে চেয়েছিলেন তিনি। যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) বিষটি অস্বীকার করেছে। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোল দুই রেকর্ডই রোনালদোর। কিন্তু ১৮ বছরের মধ্যে প্রথমবার কোনো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। রোনালদোর জায়গায় খেলতে নেমে হ্যাটট্রিক করেন গনসালো রামোস। ম্যাচ চলাকালে কয়েকবার রোনালদোর দিকে ক্যামেরা তাক করা হয়। তাকে বিমর্ষই দেখাচ্ছিল। দল গোল পেলেও মাঠে নামতে না পারার কষ্টে ভেতরে ভেতরে যেন পুড়ছিলেন সিআরসেভেন। ৭৩তম মিনিটে জোয়াও ফেলিক্সের বদলি হিসেবে খেলতে নামেন রোনালদো।

বিজ্ঞাপন
শেষ বাঁজি বাজার পর দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান। ভিডিও ফুটেজে দেখা যায়, একদিকে জয় উদযাপনে আনন্দ উল্লাস করছেন পর্তুগিজ ফুটবলাররা। অন্যদিকে সোজা ড্রেসিংরুমের দিকে হাঁটা দিচ্ছেন রোনালদো। রোনালদোর আচরণেই স্পষ্ট বদলি হিসেবে খেলায় মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি। তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও বোন আভেইরো তো প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন। কোচের দিকে আঙুল তুলে আভেইরো স্যোশাল মিডিয়ায় বলেন, ‘রোনালদোকে অপমান করেছে কোচ, ঈশ্বর তার বিচার করবে।’ জর্জিনা রদ্রিগেজও একহাত নেন কোচকে। বলেন, ‘বিশ্বসেরা একজন ফুটবলারের খেলা ৯০ মিনিট উপভোগ করতে না পারাটা লজ্জার।’ পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানায়, সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে না রাখায় কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রোনালদো। এক পর্যায়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দেন তিনি। এর জবাবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) বলেছে, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। জাতীয় দল ও দেশকে সেবা দিতে রোনালদো প্রতিদিনই তার ট্র্যাক রেকর্ড সমৃদ্ধ করছেন। এটাকে অবশ্যই সম্মান জানাতে হবে।’ তবে এফপিএফ’র বিবৃতির পরও কানাঘুষা চলছে। সুইজারল্যান্ডের বিপক্ষে যারা বদলি হিসেবে খেলেছিলেন পরদিন তাদের নিয়ে একটা অনুশীলন সেশনের আয়োজন করেন সান্তোস। রোনালদো সেখানে ছিলেন না। আদালাভাবে জিমে সময় কাটান তিনি। পর্তুগাল ট্রেনিং ক্যাম্প থেকে জানানো হয়েছে, রোনালদোর কোনো শারীরিক সমস্যা নেই। কাজেই মাঠের ট্রেনিংয়ে তিনি কেন অংশ নিলেন না সেটা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status