ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টাইন ছন্দ বনাম ‘ডাচ্‌ টোটাল ফুটবল’

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
mzamin

৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে তৃতীয় শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ট্রফির খোঁজে নেদারল্যান্ডস। লক্ষ্য অর্জন করতে তিনটি জয় প্রয়োজন দুই দলের। শিরোপা সম্ভাবনা জিইয়ে রাখতে আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে নান্দনিক ফুটবলের দেশ আর্জেন্টিনা ও টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। ডাচদের হারিয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর মেসিদের নিয়ে সতীর্থদের সতর্ক করলেন অরেঞ্জ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। আজ রাত ১টায় শুরু হবে ডাচ-আর্জেন্টাইন দ্বৈরথ। কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে ম্যাচটি। মাইটি নেদারল্যান্ডসকে সমীহ করলেও লিওনেল স্কালোনি মনে করেন, আগের মতো শক্তিশালী নয় লুইস ভ্যান গালের স্কোয়াড। স্কালোনি বলেন, ‘নেদারল্যান্ডসের স্কোয়াড আগের মতো শক্তিশালী নয়।

বিজ্ঞাপন
তবে তারা তাদের লক্ষ্য নিয়ে পরিষ্কার।’ স্কালোনি বলেন, ‘দুটি ঐতিহ্যবাহী দলের মধ্যে দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে। একটা দল ছিটকে যাবে। আশা করি, এই পরীক্ষায় উতরে যাব আমরা।’ 

মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোলের পর আনন্দে কেঁদে ফেলেন কোচ স্কালোনির সহকারী পাবলো আইমার। তবে প্রত্যেকটি ম্যাচকে স্রেফ ম্যাচ হিসেবেই গণ্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আপনার সাধারণ জ্ঞান থাকা উচিত। এটা একটি ফুটবল ম্যাচ ছাড়া আর কিছু নয়।’ স্কালোনির ভাষ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিদায় নিলেও কিছু হবে না। তিনি বলেন, ‘এটা মানুষকে বোঝানো কঠিন যে, আমাদের হার-জিতে সূর্য ওঠা বন্ধ হবে না।’ সেমিতে পৌঁছতে লিওনেল মেসিকে ব্যর্থ করতে হবে ডাচদের। সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীকে নিয়ে অবশ্য ভীত নয় নেদারল্যান্ডস। আর্জেন্টিনার দলীয় খেলায় নজর অরেঞ্জদের। ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক বলেন, ‘এটা শুধু মেসির সঙ্গে আমাদের লড়াই নয়। এটা আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের দ্বৈরথ।’ ভ্যান ডাইক বলেন, ‘(মেসিকে নিয়ে) ভয়ের কোনো কারণ নেই। তবে আর্জেন্টিনা দলকে নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। আমি মেসিকে সম্মান করি। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন সে। মেসির ওপর বিশেষ মনোযোগ থাকবেই। 

তবে তাদের হুলিয়ান আলভারেজের মতো উদীয়মান তারকাও রয়েছে।’ ভ্যান ডাইকের মতে, আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য পেতে সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে হবে। তিনি বলেন, ‘দুর্দান্ত একটি দল তারা। তাদের স্কোয়াডে মেধাবী খেলোয়াড়ে ভরা। ম্যাচে আমাদের প্রত্যেক বিভাগকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। আগের ম্যাচ (যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-১ গোলের জয়) থেকেও আমাদের ভালো করতে হবে।’ এদিকে মেসিকে প্রতিহত করার উপায় জানেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। তিনি বলেন, ‘সবচেয়ে ভয়ঙ্কর সৃজনশীল খেলোয়াড় মেসি। সে অনেক সুযোগ তৈরি করতে পারে। সে নিজেও অনেক গোল করতে পারে। কিন্তু বল হারালে পুনরায় তা দখল করার চেষ্টা করে না। এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’ আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে ফেভারিট নির্বাচন করা কঠিন। আন্তর্জাতিক ফুটবলে মোট ৯ বার দেখা হয়েছে দুই দলের। ৩ জয় আর্জেন্টিনার। ৪ ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস। বাকি দুই ম্যাচ ড্র। বিশ্বকাপে মোট ৫ বার দেখা হয়েছে দুই দলের। তাতে সমান ২টি করে জয় নেদারল্যান্ডস-আর্জেন্টিনার। অন্য ম্যাচটি ড্র। তবে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের জয় অনুপ্রেরণা হতে পারে আলবিসেলেস্তেদের। 

ব্রাজিলের মাটিতে ওই আসরে ডাচদের টাইব্রেকারে হারিয়েই ফাইনালে পা রেখেছিল আর্জেন্টাইনরা।  চলতি বিশ্বকাপে অপরাজিত তিন দলের একটি নেদারল্যান্ডস। যা আত্মবিশ্বাসে এগিয়ে রাখবে ভ্যান ডাইক-ডিপাইদের। সেনেগালকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে ক্রুয়েফ-নিসকেন্সদের উত্তরসূরিরা। দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ভ্যান গালের দল। তৃতীয় ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের  চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় যায় নেদারল্যান্ডস। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে বিধ্বস্ত করে অরেঞ্জ শিবির। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। এরপর মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে শেষ ষোলোর টিকিট পায় মেসিবাহিনী।

 সবশেষ রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ইনজুরি আপডেট  কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে গত বুধবার দলীয় অনুশীলনে যোগ দেননি আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। মুন্দো আলবিসেলেস্তের খবর, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ডি পল খেলতে না পারলে কোচ স্কালোনির বিবেচনায় আসতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস কিংব এঞ্জো ফার্নান্দেজ। মাঝ মাঠের তিন খেলোয়াড়ই বুধবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। এদিকে নেদারল্যান্ডস স্কোয়াডে কোনো ইনজুরি নেই বলে নিশ্চিত করেছেন কোচ লুই ভ্যান গাল। শেষ ষোলোর উইনিং ইলেভেন নিয়েই দল সাজাতে পারেন তিনি।

 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status