খেলা
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখছেন কার্তিক
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ অপরাহ্ন

অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ। আর ভেন্যু যদি হয় ঘরের মাঠ, তাহলে দুনিয়ার যেকোনো দলকেই টেক্কা দেয়ার সামর্থ্য রাখে টাইগাররা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, সেখানকার কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল আছে বাংলাদেশের। তাই এই বিশ্বকাপে বাংলাদেশের বড় সম্ভাবনা দেখছেন অনেকেই। ভারতের উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিকতো একধাপ এগিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখছেন।
গত দশ বছরে এশিয়ার মাটিতে বাংলাদেশ মোট ৬২টি ওয়ানডে খেলেছে। যেখানে ১৯টি পরাজয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৪২ ম্যাচে। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। ওয়ানডে ক্রিকেটে এশিয়ার মাটিতে বাংলাদেশ কতটা শক্তিশালী দল তা বুঝার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট। কার্তিক বলেন, হোম কন্ডিশনে ব্যাপারটা ভিন্ন, দেশের বাইরে ৫০ হাজার দর্শক আপনাকে সমর্থন করবে না। এসব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাচ্ছে না।
তবে তারা (বাংলাদেশ) এই মুহূর্তে বেশ ভালো করছে।
এই অলরাউন্ডারের অভিষেক সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। এরপর বোলিংয়েও দুর্দান্ত ছিলেন মিরাজ। বল হাতে দুই উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি এবাদত হোসেন- মোস্তাফিজরাও দুর্দান্ত ছিলেন। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে জ্বলে উঠেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। এই ম্যাচে ৫ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটনের দল। কার্তিক বলেন, ‘অবশ্যই, এটাই বড় প্রশ্ন, সময়ই এর উত্তর দিতে পারবে। তবে ব্যাটিংয়ে তাদের ইন্টেন্ট আছে, আমি প্রথম বল থেকেই দেখেছি শান্ত এসেও শট খেলেছে। ইনিংস জুড়েই তাদের ব্যাটিংয়ে ইন্টেন্ট ছিল। বোলিংও এই ম্যাচে ভালো ছিল। তবে অন্য কন্ডিশনে তাদের বোলিং দেখতে হবে। ভারতে বল একটু ধীরে আসে, বাউন্ডারি কিছুটা ছোট ও গতিময় থাকে। এমন কন্ডিশনে ফাস্ট বোলার, স্পিনারদের মানসিক পরীক্ষা দিতে হয়। এসবে উতরে যাওয়া খুব একটা সহজ নয়।’