ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

পর্তুগাল শিবিরকে নাড়িয়ে দিয়েছেন রোনালদো

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৭ পূর্বাহ্ন

mzamin

যদিও পর্তুগাল ২০২২ বিশ্বকাপে তাদের রাউন্ড অফ ১৬ খেলায় সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়েছে, তবে তাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো দল থেকে বাদ পড়ায় খুশি নন বলে জানা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তার দুঃখজনক বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে এখন তার জাতীয় দলেও বিকল্পের ভূমিকা পালন করতে হবে।পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ীর সাথে বিষয়টি ভাল হয়নি। Portuguese Publication Record অনুসারে তিনি প্রশিক্ষণ শিবির ছাড়ার হুমকি দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন মার্কা। 

Publication কি বলেছে?

নিবন্ধটির শিরোনাম ছিল ‘রোনালদো চলে যাওয়ার হুমকি দিয়েছেন’ এবং হাইলাইট করা হয়েছে, পর্তুগালের রেকর্ড গোল স্কোরার কীভাবে তাকে একাদশ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ  ছিলেন। যদিও দলটি তার অনুপস্থিতির জন্য বিকল্প খুঁজছিলো। নিবন্ধের একটি অংশে লেখা হয়েছে,  'কোচের সাথে কথোপকথনের সময়ে যখন তিনি জানতে পারলেন যে তিনি প্রথম একাদশে থাকবেন না... তিনি ভেবে নিয়েছিলেন তাঁর সঙ্গে কী খারাপ হতে চলেছে। '

রোনালদো প্রাথমিক ধাক্কার পরে খানিকটা শান্ত হয়ে গিয়েছিলেন এবং এইরকম একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে সেই হুমকিকে অনুসরণ করার প্রভাবগুলি বুঝতে পেরেছিলেন। যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন গল্পটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, উল্টে বলেছে রোনালদো কখনই প্রশিক্ষণ সেশন বা টুর্নামেন্ট ছাড়ার হুমকি দেননি।

রোনালদো বিকল্প হিসেবে প্রশিক্ষণ নেবেন না

বুধবারের ছুটির পর পর্তুগিজ দল তাদের দলকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জিমে স্টার্টারদের প্রশিক্ষণ হবে এবং বিকল্পরা প্রশিক্ষণের মাঠে বিভিন্ন ড্রিল পরিচালনা করবেন। পর্তুগিজরা সবাইকে আশ্বাস দিলেও রোনালদো সেশনে অনুপস্থিত ছিলেন যদিও  তার কোনো ইনজুরি সমস্যা ছিলো না।  আরেকজন যিনি রোনালদোকে শুরু না করার সিদ্ধান্তে অত্যন্ত বিরক্ত ছিলেন তিনি ছিলেন তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

বিজ্ঞাপন
রদ্রিগেজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ৯০ মিনিটের জন্য বিশ্বের সেরা খেলোয়াড়কে উপভোগ করতে না পারাটা সত্যিই  লজ্জার।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status