ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার

১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণসমাবেশকে কেন্দ্র করে রংপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রংপুর থেকে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে মোটর মালিকেরা। রংপুর নগরীর বাস কাউন্টারগুলো থেকে ৮ থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত বিক্রি হচ্ছে না। চিকিৎসা, দাপ্তরিক কাজসহ জরুরি প্রয়োজনেও ঢাকায় যেতে না পারায় বিপাকে পড়েছে যাত্রীরা। গতকাল নগরীর কামারপাড়া ঢাকা বাস্ট্যান্ডে টিকিট নিতে আসা সাইফুল ইসলাম বলেন, ব্যবসায়িক কাজে ১০ ডিসেম্বর ঢাকায় যাওয়া প্রয়োজন ছিল। চিকিৎসার জন্য ঢাকা যেতে কাউন্টারে আসা নুরুল ইসলাম বলেন, টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েছি। ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মা সেলিনা বেগম ঢাকাগামী বাসের টিকিট না পেয়ে ভেঙে ভেঙে ঢাকায় পৌঁছেছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি-আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের বিরোধের কারণে যাত্রীরা কেন ভোগান্তির শিকার হবে। আবার কেউ কেউ মন্তব্য করেন, বিএনপি’র আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এ ধরনের পদক্ষেপ। তবে মোটর মালিক সমিতিদের দাবি সংহিসতার আশঙ্কায় টিকিট বিক্রি বন্ধ করেছি।

বিজ্ঞাপন
এদিকে গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরাও রয়েছে সতর্ক অবস্থায়।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status