বিনোদন
জানুয়ারিতে আসছেন অধরা খান
স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
বদলে গেল চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান অভিনীত ‘বর্ডার’- ছবির নাম। ‘সুলতানপুর’ নামে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেয়া হলে আনকাট ছাড়পত্র পায় ছবিটি। ছবিটির পরিচালক সৈকত নাসির। তিনি জানান, বর্ডার-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকী সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন। জানা গেছে, অধরা ‘সুলতানপুর’ নিয়ে হাজির হচ্ছেন নতুন বছরের জানুয়ারিতেই। ছবির অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন। ছবির কাহিনী লিখেছেন আসাদ জামান।
বিজ্ঞাপন