ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

বিজেপি গণতন্ত্রকে বুলডোজ করতে চাইছে, সংসদে সাবধানি পা ফেলুন- মমতার হুঁশিয়ারি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১১:০২ পূর্বাহ্ন

mzamin

বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, তাই সংসদে তৃণমূল সাংসদদের পা ফেলতে হবে অত্যন্ত সাবধানে। দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠকে তৃণমূলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবেই হুঁশিয়ারি দিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি লোকসভায় ১৬টি বিল আনছে শীতকালীন অধিবেশনে। এই বিলগুলির অধিকাংশর লক্ষ্য হলোÑ রাজ্যের ক্ষমতা খর্ব করা। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সমমনা দলগুলির সাংসদদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। বিরোধিতা করলেই বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে উত্ত্যক্ত করছে সেই ব্যাপারেও সাংসদদের সচেতন করেন মমতা। তিনি হিংসা ছড়ানোর ব্যাপারেও সাংসদদের সতর্ক থাকতে বলেন। বিজেপি যে সারা ভারতে হিংসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সেই বিষয়েও মমতা সাবধান থাকতে বলেন। তিনি বলেন, সংসদ এর ভিতরে ও বাইরে এই বিষয়গুলি নিয়ে নিরন্তর প্রতিবাদ জানাতে হবে।

বিজ্ঞাপন
দিল্লিতে জনমত গড়ে তোলার ব্যাপারেও তিনি জোর দেন।    
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status