বিশ্বজমিন
জাতীয় বিমান সংস্থা বিক্রির পরিকল্পনা করছে শ্রীলঙ্কা সরকার
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৪ অপরাহ্ন

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় এয়ারলাইন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। চলমান অর্থনৈতিক সংকট সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। সোমবার তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, নতুন সরকার ‘শ্রীলঙ্কান এয়ারলাইনস’কে বেসরকারিকরণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ খবর দিয়েছে বিজনেস স্টান্ডার্ড।
খবরে জানানো হয়, আগে থেকেই এই এয়ারলাইনের মাধ্যমে আয় করতে ব্যর্থ হচ্ছিল সরকার। এরমধ্যে এক বছরে ১২.৪ কোটি ডলার ক্ষতিও হয় বলে জানান বিক্রমাসিংহে। তিনি বলেন, দেশের যে দরিদ্র মানুষেরা কখনো বিমানে উঠেনি তাদেরকে এই ক্ষতির ভাগ দেয়া উচিৎ নয়। ক্ষমতা গ্রহণের পর নানাভাবে অর্থনৈতিক সংকট সামাল দেয়ার চেষ্টা করছেন নতুন প্রধানমন্ত্রী। কিন্তু এখনও আশা জাগানো কোনো পদক্ষেপ দেখা যায়নি।
উল্টো সরকারি কর্মকর্তাদের বেতন দেয়ার জন্য নতুন মুদ্রা ছাপাতে হচ্ছে দেশটিতে। বিক্রমাসিংহে বলেন, এর কারণে দেশের মুদ্রার উপরে বড় চাপ সৃষ্টি হবে। কিন্তু এ ছাড়া তার আর কোনো উপায় ছিল না।
পাঠকের মতামত
লাসিথ মালিংগা জয়সুরিয়া রানাতুঙ্গাকে কে না চেনে। ক্রিকেট তারাই জানে। এটাই লংকা। দেশটা কি থেকে কি হয়ে গেল। সরি টু সে।।
বাংলাদেশ বিমানকেও সময় থাকতে বিক্রি করতে হবে, না হলে পরে পানির দরে দিয়ে আপদ লোকসান ঢাকতে হবে।