ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

একদিনে পাঁচ ইসলামী ব্যাংক ৪ হাজার কোটি টাকা ধার নিয়েছে

অর্থনৈতিক রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

তারল্য সংকটে পড়ায় দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা বা টাকা ধার দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে ইসলামী ধারার এসব ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেয়ার প্রথম দিনই পাঁচটি ইসলামী ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা ধার নিয়েছে। সুকুকের বিপরীতে দেয়া এ টাকা ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেয়া পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গত সোমবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছিল, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেয়া হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফরমে আবেদন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংককে ৪ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হবে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন
প্রয়োজনমতো টাকা নিতে পারবে ইসলামী ধারার অন্য ব্যাংকগুলোও। 

তবে প্রথম দিন সবচেয়ে বেশি টাকা দেয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে। দেশে ১০টি ইসলামী ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সামপ্রতিক অস্থিরতায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১শে অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।

উল্লেখ্য, ইসলামী ধারার সব ব্যাংককে এত দিন টাকা ধার দিয়ে আসছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তবে ইসলামী ব্যাংক এখন টাকার জন্য অন্য ব্যাংকের কাছে যাচ্ছে। ফলে ইসলামী ধারার অন্য ব্যাংকগুলোও হঠাৎ তারল্য সংকটে পড়েছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status