ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস লীগে খেলতে টটেনহ্যামের হারের অপেক্ষায় আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৮ অপরাহ্ন

mzamin

দুই ম্যাচ আগেও সুবিধাজনক অবস্থানে ছিল আর্সেনাল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে গানাররা ছিল টেবিলের পাঁচে। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যামও ৬৬ পয়েন্ট নিয়ে ছিল চারে। অর্থাৎ, এক ম্যাচ কম খেলা আর্সেনালের সহজ সুযোগ ছিল তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার। তবে টটেনহ্যামের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে লড়াই থেকে খানিকটা পিছিয়ে পড়ে মিকেল আর্তেতার দল। তবুও সুযোগ ছিল প্রত্যাবর্তনের। নিউক্যাসল ইউনাইটেডকে হারাতে পারলে স্পারদের পেছনে ফেলতো গানাররা। তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি আর্সেনাল। নিউক্যাসলের কাছে হেরে চ্যাম্পিয়নস লীগের আশা মিইয়ে গেছে দলটির। সোমবার রাতে প্রিমিয়ার লীগের ম্যাচটিতে ২-০ ব্যবধানে হারে আর্সেনাল।

৩৭ ম্যাচ শেষে ৬৮ নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম।

বিজ্ঞাপন
দুই পয়েন্টে পিছিয়ে আর্সেনাল। অর্থাৎ, টটেনহ্যামের হার ব্যতীত সেরা চারে জায়গা পাওয়া অসম্ভব আর্সেনালের।

ম্যাচশেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কণ্ঠেও ফুটে উঠলো একই সমীকরণ। স্পারদের হারের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। আর্তেতা বলেন, ‘আমি বাজেভাবে হতাশ। এমন ফল কষ্টদায়ক। পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল। কিন্তু এখন আর আমাদের হাতে নেই। আমাদের এভারটনকে হারাতে হবে। একইসঙ্গে নরউইচের বিপক্ষে টটেনহ্যামের হার কামনা করতে হবে। ফুটবলে সবসময় কিঞ্চিৎ সুযোগ থেকেই যায়।’ 

নিউক্যাসলের প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এটা হতাশাজনক। নিউক্যাসল আমাদের চেয়ে ১০ গুণ ভালো খেলেছে। চ্যাম্পিয়নস লীগে খেলতে চাওয়া একটি দলের যে পারফরম্যান্স প্রয়োজন, তার ধারে কাছেও ছিলাম না আমরা।’ 
আর্তেতা বলেন, ‘জয়টা প্রাপ্য ছিল নিউক্যাসলের। তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল। আমরা প্রভাব দেখাতে পারিনি।’

আর্তেতার হতাশার কারণ বোঝা যায় ম্যাচ পরিসংখ্যান দেখলেই। গোটা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় আর্সেনালের চেয়ে এগিয়ে ছিল নিউক্যাসল। ৫১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৬টি শট নেয় নিউক্যাসল। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে ৪৯ শতাংশ বল দখলে রাখা আর্সেনাল ১১টি শটের ২টি রাখে লক্ষ্যে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ৫৫তম মিনিটে বেন হোয়াইট আত্মঘাতী গোল উপহার দেন নিউক্যাসলকে। আর ৮৫তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status