ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সাগরিকায় আরেকটি মধুময় দিন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৩ অপরাহ্ন

mzamin

শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে দুই ব্যাটার মিলে তোলেন ১৬২ রান। জয় আউট হলে সুবিধা করতে পারেননি শান্ত-মুমিনুলদের কেউই। একপ্রান্ত আগলে রেখেছিলেন তামিম ইকবাল। সেঞ্চুরির পর দলীয় ২২০ ও ব্যক্তিগত ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে মুশফিকুর রহীম ও লিটন দাসের দৃঢ়তায় দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। মুশফিকুর রহীম ১৩৩ বলে দুই চারে ৫৩ এবং লিটন দাস ১১৪ বলে ৮ বাউন্ডারিতে ৫৪ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার চেয়ে ৭৯ রানে পিছিয়ে থেকে আগামীকাল ‍পুনরায় ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে শ্রীলঙ্কা।

শান্ত-মুমিনুলের সংগ্রহ ৪ রান

ছন্দে নেই মুমিনুল হক। অফফর্মের কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন টাইগার অধিনায়ক।

বিজ্ঞাপন
লঙ্কা টেস্ট শুরুর আগে সাংবাদিকদের মুমিনুল বলেছিলেন, ব্যাড প্যাচের (খারাপ সময়ে) মধ্যে নেই মুমিনুল। তবে দুঃসময়টা ঠিক কাটিয়ে উঠতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন মাত্র ২  রানে। মুমিনুলের আগে নাজমুল হাসান শান্তও আউট হন দুইয়ের ঘরে। দুই ব্যাটার মিলে রান করলেন মোটে ৪।
৬১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৭ রান। লঙ্কানদের ছুঁতে এখনো ২১০ রান প্রযোজন।

তামিমের সেঞ্চুরি 

শ্রীলঙ্কার বিপক্ষে হাসছে তামিম ইকবালের ব্যাট। ওয়ানডে মেজাজে ফিফটি হাঁকানোর পর ৭০এর ঘরে গিয়ে দেখেশুনে ব্যাটিং করেন তামিম। এরইমধ্যে হাঁকিয়ে নিলেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ১৬২ বলে ১০০ রান করতে তামিম হাঁকান ১২ চার।

দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরলেন জয়
তামিম ইকবাল মারমুখী হলেও দৃঢ় ব্যাটিংয়ে ইনিংস লম্বা করছিলেন মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় সেশনে টাইগার ওপেনারের ধীর ইনিংস থামালেন আসিথা ফার্নান্দো। ৪৮.৫ ওভারে উইকেটরক্ষক ডিকভেলার তালুবন্দি হওয়ার আগে ১৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জয়। হাঁকান ৯ চার।
৫০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৭ রান।

তামিম-জয়ের জুটিতে দেড়শ পার

ওপেনিং জুটিতে ব্যাটিং দৃঢ়তা দেখাচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশনে ৮১ রান যোগ করেছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৪৭ ওভারে ১৫৭ রান সংগ্রহ বাংলাদেশের। উইকেট পড়েনি একটিও। 
১৩৪ বলে ৫৮ রানে জয় এবং ১৫২ বলে ৮৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন তামিম।

তামিমের পর জয়ের ফিফটি 

ওয়ানডে মেজাজে খেলছিলেন তামিম ইকবাল। অন্যদিকে ধীরস্থিরে ইনিংস বড় করছিলেন মাহমুদুল হাসান জয়। ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে তরুণ এই ব্যাটার তুলে নিলের ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি। ১১১ বলে ৫১ রানের ইনিংসটি সাজান ৮টি চারের মারে। অন্যদিকে ওয়ানডে মেজাজে ফিফটি হাঁকিয়ে তামিম এবার খেলছেন দেখেশুনে। ১১৪ বলে ৭৯ রান নিয়ে অপরাজিত তিনি। ৩৭ ওভার শেষে বিনা উইকেটে ১৪০ রান বাংলাদেশের। শ্রীলঙ্কাকে ছুঁতে ২৫৭ রান প্রয়োজন স্বাগতিকদের।

 তামিমের দুর্দান্ত ফিফটি, ওপেনিং জুটিতে ১০০ পার বাংলাদেশের

৫২ বলে ৩৫ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন তামিম ইকবাল। এরইমধ্যে ফিফটি হাঁকিয়েছেন টাইগার ওপেনার। ৭৯ বলে ৮ চারের মারে ৫৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন তিনি।
মাহমুদুল হাসান জয় তৃতীয় দিনে নেমে ৬ রান যোগ করেছেন। ৭৫ বলে ৩৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন তিনি।
তামিম-জয়ের আলো ছড়ানো ব্যাটিংয়ে একশোর কোঠা স্পর্শ করেছে বাংলাদেশ। ২৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।

১৫ মাস পর টেস্ট জার্সি গায়ে জড়িয়ে বাজিমাত করলেন নাঈম হাসান। একাই নিলেন লঙ্কানদের ৬ উইকেট। টাইগার স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯৭ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। নাঈম-সাকিবের জাদুকরি বোলিংয়ের পর ব্যাটাররাও আলো ছড়াচ্ছেন। দ্বিতীয় দিনে ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তোলেন তামিম-জয়।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status