ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

রাজনীতি

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী

‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

(১ বছর আগে) ৭ ডিসেম্বর ২০২২, বুধবার, ৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

mzamin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সাল থেকে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি। বুধবার বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার কাছ থেকে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি নেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতদূরেই থাকেন আপনারা আমার হৃদয়ে আছেন। বাবা-মা, ভাই-আত্মীয়দের হারানোর পরও আপনাদের পাশে আছি। এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। শেখ হাসিনা বলেন, এ দেশে একটি মানুষ, একটি পরিবারও অভাবে থাকবে না।

বিজ্ঞাপন
কেউ ভূমিহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে অভুক্ত, ভূমিহীন, গৃহহীন থাকবে না- এটাই আমাদের লক্ষ্য। যদি কোন মানুষ অভুক্ত, ভূমিহীন থাকে আপনারা আমাদের জানাবেন। 
প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০৪ সালের ২৪শে আগস্ট আমাদের শান্তিপূর্ণ র‌্যালিতে দিনেদুপুরে গ্রেনেড হামলা করে খালেদা-তারেক জিয়া গং। যুদ্ধের ময়দানের গ্রেনেড আমাদের ওপর ছোঁড়া হয়েছিল। আমাদের আইভী রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা যায়। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম। তিনি বলেন, জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে?  অগ্নিসন্ত্রাস, খুন, মানি লন্ডারিং এগুলো দিয়েছে। জনসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status