ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

শুরুর একাদশে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৭ ডিসেম্বর ২০২২, বুধবার, ১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০২ পূর্বাহ্ন

mzamin

দীর্ঘ ১৮ বছর পর পর্তুগালের একাদশে যায়গা হারিয়েছেন দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাকে বেঞ্চে রাখেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। লুসাইল স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামে পর্তুগাল। 
চলতি মৌসুমের শুরু থেকেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেডেও শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তারপরও বিশ্বকাপের শুরুতে অভিজ্ঞ ফরোয়ার্ডের ওপর ভরসা রাখেন সান্তোস। আসর শুরুর ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে জালের দেখাও পান রোনালদো। গড়েন প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচ আসরে গোল করার রেকর্ড। তবে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। এর মধ্যে কোচের সঙ্গে তার সম্পর্কেও ফাটল ধরে তার।

বিজ্ঞাপন
গ্রুপের শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলের হারের ম্যাচে ৬৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। এসময় ভীষণ হতাশ দেখাচ্ছিল রোনালদোকে। বিড়বিড় করে কিছু একটা বলছিলেন তিনি। এরপর মাঠ ছাড়ার আগে দক্ষিণ কোরিয়ার চো চিউইয়ি-সাংয়ের সঙ্গে বিতণ্ডায়ও জড়ান রোনালদো। সবকিছু মিলেই তার আচরণ ছিল আপত্তিকর। সোমবার সংবাদ সম্মেলনে রোনালদোর ওই প্রতিক্রিয়ার বিষয়ে সান্তোসও সরাসরি বলেন, বিষয়টা তার ভালো লাগেনি।  রোনালদোর জায়গায় সুইজারল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status