ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

অটোরিকশার বাইরে লুকিং গ্লাস রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
mzamin

সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস গাড়ির ভেতরে না রেখে বাইরে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের বিষয়ে জাতীয় পত্রিকা এবং গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে বলেছে আদালত। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  আদালতে রিটের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। বিআরটিএ’র পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে  আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন,  সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস গাড়ির ভেতরে না রেখে বাইরে রাখার নির্দেশ দিয়েছেন। ঐচ্ছিকভাবে ফ্ল্যাট ও কনভেসের সমন্বয়ে আয়না লাগানো যাবে। পেছনে দেখার জন্য ঐচ্ছিকভাবে ছোট ক্যামেরা লাগানো যাবে। 

আগামী বছরের ২৮শে ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন আদালত।

বিজ্ঞাপন
সেদিন আদেশ বাস্তবায়ন বিষয়ে বিআরটিএকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ২০১৮ সালের ২৬শে জুলাই রাজধানীতে চলমান সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরে যানবাহনের ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ একটি রিট করেছিলেন। সড়ক দুর্ঘটনা এড়াতে দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে অন্তত ১৫ সদস্যবিশিষ্ট একটি জাতীয় অনুসন্ধান কমিটি গঠন করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। কমিটি গঠন করে আদালতে অনুসন্ধান প্রতিবেদন দিতেও বলা হয়েছিল। সে অনুযায়ী, আদালতে প্রতিবেদন জমা পড়ে। এর ধারাবাহিকতায় সিএনজিচালিত অটোরিকশার আয়না বাইরে রাখার বিষয়ে বিশেষজ্ঞ মতামত জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status