ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

বড় দলগুলোই কোয়ার্টার ফাইনাল মাতাবে

ইশতিয়াক পারভেজ
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
mzamin

শেষ ষোলোর লড়াই শেষ। এবার ৮ দল নিয়ে কোয়ার্টার ফাইনাল। কাতার বিশ্বকাপে প্রত্যাশিতভাবেই বড় দলগুলো এই পর্বে খেলা নিশ্চিত করেছে । অঘটন ছাড়াই শেষ হয়েছে শেষ ১৬ এর লড়াই। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের মতো বড় দলগুলো নিজেদের প্রভাব খাটিয়ে ধরে রেখেছে বিশ্বকাপে নিজেদের শিরোপার আশা।  কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াইয়ে ৯ই ডিসেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর রাতে নেদারল্যান্ডের মুখোমুখি হবে আরেক ফেভারিট দল আর্জেন্টিনা। দুই দলেরই সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড মুখোমুখি হবে। বলার অপেক্ষা রাখে না কোয়ার্টার ফাইনালের সবচেয়ে দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে এটি।

বিজ্ঞাপন
বাংলাদেশ দলের তারকা ফুটবলার তপু দেব বর্মণ মনে করেন এমনটাই। তিনি বলেন, ‘দেখেন শেষ ষোলতে ফেভারিট দলগুলোই জয় পেয়েছে। বড় কোনো অঘটন ঘটেনি। শুধু জাপানকে দারুণ খেলেও টাইব্রেকারের ভাগ্যে বিদায় নিতে হয়েছে। এটি আসলে এশিয়ার ফুটবল ভক্তদের জন্য বেশ পীড়াদায়ক। আর কোয়ার্টার ফাইনাল কঠিন হলেও আমার মনে হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিতে খেলা নিশ্চিত করবে। তবে ইংল্যান্ড কিংবা ফ্রান্সকে বিদায় নিতে হবে।’  ফ্রান্স ও ইংল্যান্ডের লড়াইয়ে ফিফা বিশ্বকাপের অন্যতম সেরা দুই দলের একটির বিদায় নিশ্চিত। এতে সেমিফাইনালে কিছুটা রং হারালেও তা মেনে নিতে হবে বলেই মনে করেন তপু।

 তিনি বলেন, ‘হ্যা আমি বলবো  কোয়ার্টার ফাইনালেও একটি ফাইনালের মতো ম্যাচ দেখা যাবে। এটি সত্যি এখান থেকে যে কোনো একটি দল বাদ পড়লে সেমির লড়াইটা একটু হলেও রং হারাবে। তবে বিশ্বকাপ শেষের দিকে।  মেনে নিতেই হবে। গ্রুপ পর্ব থেকে তো চার বারের চ্যাম্পিয়ন জার্মানি ও ফিফা র‌্যাংকিংয়ে ২ থাকা  বেলজিয়াম কিন্তু বিদায় নিয়েছে। আবার এমনও হতে পারে সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হবে। তাহলে দুই দলের একটি বিদায় নেবে। সেই ক্ষেত্রে তো বিশ্বকাপ আরো রং হারাবে। কিন্ত এটাই নিয়তি এটাই নিয়ম।’  ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচে তপু ব্রাজিলকেই এগিয়ে রাখছেন। তিনি বলেন, ‘দেখেন ব্রাজিল শেষ ম্যাচটি যেভাবে খেলেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমার মনে হয় তারা দারুণ ছন্দ নিয়েই খেলবে। সত্যি কথা বলতে দুই দলের খেলা দেখে মনে হয়েছে ব্রাজিল হয়তো আরো গোল দিতে পারতো।

 কিন্তু দক্ষিণ কোরিয়া দ্বিতীয়ার্ধে তাদের ভুল বুঝতে পেরেছে। তাদের মনে হয়েছে ব্রাজিলের সঙ্গে তাল দিয়ে খেলা সম্ভব নয় ডিফেন্স শক্ত করতে হবে। সেটি করার পর কিন্তু গোল কম হয়েছে। যদি তারা শুরু থেকে এই কৌশলে খেলতো তাহলে ব্রাজিল হয়তো এত গোল দিতে পারতো না। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেটা হবে তাদের গোল বের করা কঠিন হবে। অন্যদিকে ক্রোয়েশিয়ার অন্যতম সমস্যা গোল ফিনিস করা। এই বিশ্বকাপে তারা এটি খুব মারাত্মকভাবে করছে।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ফের ডিফেন্স নিয়ে বেশ চিন্তার কারণ বলেই মনে করেন তপু। তবে এরপরও আর্জেন্টিনা তাদের ভুল শুধরে নিয়ে সেমিতে খেলবে সেটাও তার বিশ্বাস। তিনি বলেন, ‘আর্জেন্টিনা  শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ভুল করেছে। লাওতারো মার্টিনেজ যেভাবে এই স্টেজে এসে দুটি সহজ গোল মিস করেছে তা বেশ চিন্তার বিষয়। আর শেষ দিকে  যেভাবে তারা গোল খেয়েছে সিটিও ভয় ধরাবে নেদারল্যান্ডের বিপক্ষে। কারণ, নেদারল্যান্ডস খেলে ৩-৪-২ ফরম্যাশনে। তার মানে তারা ডিফেন্স ও মিডফিল্ড কভার করে খেলে যেন সহজে গোল না হয়। এরপর তারা কাউন্ডার অ্যাটাকের দিকে যায় বল পাওয়া মাত্রই। আমার মনে হয় এই বিষয় গুলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে খেয়াল রাখতে হবে। আর কোনভাবেই গোলের সুযোগ মিস করা যাবে না। এতে করে প্রতিপক্ষের আত্মবিশ্বাস বাড়ে আর নিজেরাও ব্যাকফুটে চলে যায়।’

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status