ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

মেসির সঙ্গে দ্বৈরথ নিয়ে যা বললেন ডি ইয়ং

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
mzamin

বার্সেলোনায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন একটা সময়। লিওনেল মেসির প্রতি আলাদা শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের। কিন্তু এবার বন্ধুত্ব ভুলে যাবেন নেদারল্যান্ডস মিডফিল্ডার ডি ইয়ং। শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে তার দল। প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। ডি ইয়ং জানালেন, শুক্রবার পর্যন্ত মেসিকে এড়িয়েই চলবেন তিনি, ‘শুক্রবার তার সঙ্গে দেখা হচ্ছে। তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা পাইনি।’ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় নেদারল্যান্ডস। মেসির সঙ্গে এবারও দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা দল। তবে দলীয় পারফরম্যান্স দিয়ে মেসি ও তার দলকে হারানো সম্ভব বলে মনে করেন ডি ইয়ং। বার্সেলোনা তারকা বলেন, ‘আমার মনে হয়, সেমিফাইনালে যাওয়ার ভালো সম্ভাবনা আছে আমাদের।

বিজ্ঞাপন
কিন্তু মেসিকে কেবল দলীয় খেলা দিয়ে হারানো সম্ভব। গত ১৫ বছর ধরে যেকোনো দলের বিপক্ষে ব্যবধান গড়ে দিচ্ছেন তিনি। তাকে থামানোর জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ দলগুলো।

 কিন্তু প্রায়ই তারা ব্যর্থ হয়েছে। কিন্তু শুধু মেসির পেছনে পড়ে থাকলেও বিপদ। এতে অন্যরা সুযোগ পেয়ে যাবে। ২০১৪’র তুলনায় এবার ভালো খেলা প্রয়োজন আমাদের। আমরা জিততে চাই। আর্জেন্টিনা চমৎকার দল। আমরাও তাই।’ চলতি আসরের শুরুতে অতটা ভালো খেলতে পারেননি ডি ইয়ং। দোহায় গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন এই মিডফিল্ডার। ডি ইয়ং বলেন, ‘খুব অসুস্থ হয়ে পড়লেও আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই। বিশ্বকাপে একটা শীর্ষ দলের বিপক্ষে খেলতে চাইতাম সবসময়। বিশ্বকাপ খুবই স্পেশাল ইভেন্ট। পুরো বিশ্ব একীভূত হয়ে যায়।’ 

নিজের সেরা বিশ্বকাপ ম্যাচের স্মৃতি নিয়ে ডি ইয়ং বলেন, ‘২০১০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি (তৃতীয় স্থান নির্ধারণী) মনে পড়ে। আমরা জিতেছিলাম। অতীতে হয়তো ফাইনালে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু এবার আমরা শিরোপা জিততে চাই। এখানে আমরা ঐক্যবদ্ধ। দলের পরিবেশও চমৎকার।’ বিশ্বকাপে চার ম্যাচে তিন গোল করেছেন মেসি। অন্যদিকে নেদারল্যান্ডসের জার্সিতেও তিন গোল কোডি গাকপোর। শৈশবে গাকপোও বার্সেলোনার ফুটবলারদের নিজের ‘আইডল’ মানতেন। মেসির সামনে নিজেকে প্রমাণের জন্য মুখিয়েই থাকবেন গাকপো।  

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status