ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

আগামী বিশ্বকাপ হবে ৪৮ দলের, খেলা হবে কোন ফরম্যাটে?

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
mzamin

কাতার বিশ্বকাপের এখন নক আউট পর্ব চলছে। এর মাঝেই ২০২৬ বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্ব ফুটবলের এই মহা আসরে খেলবে ৪৮ দল। কিন্তু কোন ফরম্যাটে সেই বিশ্বকাপ খেলা হবে, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ফিফা একটি প্রস্তাব নিয়ে ভাবনা-চিন্তা করছিল। তবে সেটা এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। আর্সেনালের সাবেক কোচ তথা ফিফার গ্লোবাল ফুটবলের প্রধান আর্সেন ওয়েঙ্গার এই তথ্য দিয়েছেন। ফিফা ভেবেছিল, তিনটি করে দল নিয়ে ১৬টি গ্রুপ তৈরি করা হবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল নক আউটের যোগ্যতা অর্জন করবে। তবে চলতি কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন দেখে সেই প্রস্তাব নিয়ে আপাতত বিতর্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
কারণ, এ ক্ষেত্রে ভালো খেলেও একটি দল আসর থেকে ছিটকে যেতে পারে। শুধু তাই নয়, নক আউটে ওঠার জন্য ফিক্সিংও হতে পারে। তাই ২০২৬ বিশ্বকাপের ফরম্যাট নির্ধারণ করতে জটিলতায় পড়ে গেছে ফিফা।

 ১৯৮৬ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের শেষ রাউন্ডে চারটি দল একই সময়ে ম্যাচ খেলতে নামে। এতে কোনো দলই বাড়তি সুবিধা পায় না। কিন্তু গ্রুপে তিনটি দল থাকলে শেষ রাউন্ডে সব দল একই সময়ে ম্যাচ খেলতে পারবে না। এ ক্ষেত্রে শেষ রাউন্ডের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দল পরের রাউন্ডে যাওয়ার জন্য নিজেদের সুবিধামতো খেলতে পারে। ফলে ফিক্সিংয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর্সেন ওয়েঙ্গার সংবাদ সম্মেলনে বলেন, ‘কোন ফরম্যাটে খেলা হবে এখনো ঠিক হয়নি। তিন দলের ১৬টি গ্রুপ বা চার দলের ১২টি গ্রুপ হতে পারে। অথবা চার দলের ১২টি গ্রুপ করে দুটি অর্ধে ভাগ করে দেওয়া হতে পারে। সেটা আমি ঠিক করতে পারি না। ফিফা কাউন্সিল ঠিক করবে। আশা করি আগামী বছরই জানিয়ে দেয়া হবে। ২০২৬ সালের বিশ্বকাপে আমরা আরো ১৬টা দুর্দান্ত দলকে দেখতে পাব। প্রতিযোগী দলের সংখ্যা বাড়লে অনেক দেশই আগ্রহী হবে। তারা নিজেদের ঘরোয়া ফুটবলের মান বাড়ানোর চেষ্টা করবে।’

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status