খেলা
মাস সেরা হওয়ার দৌড়ে বাটলার রশিদ-আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
নভেম্বর মাসের প্লেয়ার অব দ্য মান্থের্থ মনোনয়ন পেয়েছেন আদিল রশিদ, জস বাটলার ও শাহীন শাহ আফ্রিদি। এ ছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন, থাইল্যান্ড নাথাকান চান্থাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস। শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। এই মাসে তিনি ১০ উইকেট নিয়েছেন ৭.৩০ ইকোনোমিতে। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেন তিনি। এমন পারফরম্যান্সেই তিনি মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক। সেই ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]