ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

সাংবাদিক আমীর খসরুর মাকে শ্বাসরোধে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

পিরোজপুরের সিআইপাড়া এলাকার বাসা থেকে সিনিয়র সাংবাদিক আমীর খসরুর মা সিতারা হালিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ, গত রোববার দিবাগত রাতে শ্বাসরোধে সিতারা হালিমকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। গতকাল সকাল ১০টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিতারা হালিম (৮০) পিরোজপুর পৌরসভার সিআইপাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মায়ের মৃত্যুর খবর শুনে সিতারা হালিমের বড় মেয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সালমা আরজু ওই বাড়িতে যান। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পিরোজপুরের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিবিআই’র ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সিতারা হালিমের মেয়ে সালাম আরজু জানান, শহরের সিআইপাড়া এলাকায় তাদের নিজেদের বাসভবনের দ্বিতীয় তলায় তার মা একা থাকতেন। রোববার রাতে সর্বশেষ তার মায়ের সঙ্গে কথা হয়।

বিজ্ঞাপন
সকালে তাদের বাসায় রং করার জন্য আব্দুল কুদ্দুস নামে রংমিস্ত্রি দরজায় ডাকাডাকি করে। কিন্তু তার মা দরজা না খোলায় তিনি বাসার নিচতলায় ভাড়াটিয়াকে বিষয়টি জানান। পরে অনেক সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় ভাড়াটিয়া রংমিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে যান। গিয়ে দেখেন পেছনের দরজা খোলা। তখন তারা বাসার ভেতরে ঢুুকে দেখতে পান সিতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাসার ভাড়াটিয়া তাকে (মেয়েকে) বিষয়টি ফোন দিয়ে জানান। পরে তিনি ও তার স্বামী বাসায় গিয়ে দেখেন মা ঘরের মেঝেতে পড়ে আছে। মায়ের লাশের পাশে একটি তসবি পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। এ সময় তারা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মালামাল চুরি করেছে। ঘরে একটি স্যালাইনের পাইপ পাওয়া গেছে। ওই পাইপ দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হতে পারে। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার জানান, মৃত অবস্থায় সিতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার খায়রুল হাসান জানান, সকালে খবর পেয়ে পুলিশ সিতারা হালিমের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রাতে তাকে হত্যা করে ঘরের ভেতরে ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status