ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

‘ভয়ঙ্কর’ ব্রাজিলকে ভয় পায় না ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
mzamin

দলীয় পারফরম্যান্সে জ্বলে উঠলে ব্রাজিল কতটা ভয়ঙ্কর হতে পারে তা টের পেয়েছে দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনালে এই ভয়ঙ্কর স্কোয়াডের বিপক্ষে লড়তে হবে ক্রোয়েশিয়াকে। তবে সেলেসাওদের ভয় পায় না ক্রোয়াটরা। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে গত বিশ্বকাপের রানার্সআপ দল। ক্রোয়েশিয়া কোচ জ্লাটকো দালিচের ভাষ্য, হট ফেভারিট ব্রাজিল ভয়ঙ্কর হলেও ক্রোয়াটরা ছেড়ে কথা বলবে না। সংবাদ সম্মেলনে দালিচ বলেন, ‘বাস্তব কথা হলো, বিশ্বকাপের সবচেয়ে শক্তিধর দল ব্রাজিল। তাদের ভয় জাগানিয়া একটি স্কোয়াড রয়েছে। তাদের বিপক্ষে বড় পরীক্ষায় পড়তে হবে আমাদের।’ আগামী ৯ই ডিসেম্বর বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ব্রাজিল।

বিজ্ঞাপন
দালিচ বলেন, ‘এমন একটা দলের মুখোমুখি হতে চলেছি, যারা প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসে। তারা ম্যাচটির জন্য খুব ভালো প্রস্তুতি নেবে। 

তবে আমাদের ভয়ডর নেই। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে নামব। খেলা উপভোগ করব।’ দালিচ বলেন, ‘আমি ব্রাজিলের (দক্ষিণ কোরিয়ার সঙ্গে) ম্যাচ দেখতে পারিনি। ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম।’ আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলকে কখনো হারাতে পারেনি ক্রোয়েশিয়া। চারবারের দেখায় তিন জয় সেলেসাওদের। একটি ড্র। বিশ্বকাপে একবার দেখা হয় দুই দলের। ২০১৪ আসরে গ্রুপপর্বের ম্যাচে ক্রোয়াটদের ৩-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। কাতার বিশ্বকাপের শেষ আটে ব্রাজিলকে ফেভারিট মানছেন ক্রোয়াট কোচ দালিচ। তিতের স্কোয়াডকে সমীহ করলেও হুমকি দিয়ে রেখেছেন তিনি। দালিচ বলেন, ‘ম্যাচে ব্রাজিল ফেভারিট। তারা এমন দল নয় যে প্রতিপক্ষের দাপট সহ্য করবে। তবে আমরাও ছেড়ে দেয়ার দল না। 

নিজেদের সেরাটা দেবো আমরা।’ দালিচ বলেন, ‘ব্রাজিলই ফেভারিট। কোনো সন্দেহ নেই। তারা আত্মবিশ্বাসী একটা দল। নেইমারও (চোট সারিয়ে) ফিরে এসেছে। অসাধারণ একটি জাতীয় দল। কিন্তু আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারি। আমাদেরকে সঠিক কৌশল অবলম্বন করতে হবে। ব্রাজিলের সঙ্গে তাল মেলানো স্মার্ট সিদ্ধান্ত হবে না। তাদের চেয়ে এগিয়ে থাকতে চাই।’ গ্রুপপর্বে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় সেলেসাওরা। জ্লাটকো দালিচের মতে, গ্রুপপর্ব থেকে কোয়ার্টার পর্যন্ত ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে পেরেছে শুধু সুইজারল্যান্ড। দালিচ বলেন, ‘(ব্রাজিলের বিপক্ষে) সবচেয়ে ভালো খেলেছে সুইজারল্যান্ড।

 ভালো কৌশল অবলম্বন এবং কাউন্টার অ্যাটাক করেছে তারা। ক্যামেরুন জয় পেলেও সে ম্যাচে ব্রাজিলের সেরা দল খেলেনি। আমাদের সুইজারল্যান্ডকে অনুসরণ করতে হবে।’ জাপানের বিপক্ষে শেষ ষোলোয় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট ১-১ গোলে ড্র ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট-আউটে জাপানিজদের ২-১ গোলে হারায় ক্রোয়াটরা। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জ্লাটকো দালিচ। তিনি বলেন, ‘বিশ্বমঞ্চে শেষ আট দলের একটি হওয়া দারুণ। হোটেলে ফেরার পর অল্পই (জয়) উদযাপন করেছি।  আমার কোনো বিশেষ বিশ্লেষণ প্রয়োজন নেই। ক্রোয়েশিয়া ভালো খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু ভুলের কারণে প্রতিপক্ষ ভালো অবস্থানে চলে গিয়েছিল।

 তবে দ্বিতীয়ার্ধে আমরা খেলার উন্নতি করি।’ জাপানের বিপক্ষে ক্রোয়াট আক্রমণভাগ তেমন ধার দেখাতে পারেনি। মার্কো লিভাজা, পেটকোভিচ, আন্তে বুদিমিররা নিজেদের মেলে ধরতে পারেননি। জ্লাটকো দালিচ বলেন, ‘আমাদের দলে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নেই। বিশ্বের বড় বড় ক্লাবে খেলা কোনো স্ট্রাইকার নেই। হাওয়ায় ভাসলে হবে না। আমাদের যা আছে তা নিয়েই লড়তে হবে। অবশ্যই ছেলেরা মেধাসম্পন্ন। তারা সাফল্য পেতে পারে। খেলা খারাপ কিংবা ভালো হলে প্লেয়ারদের তুলনামূলক বিচার করা শোভন নয়।’

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status