ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

ইশতিয়াক পারভেজ, চট্টগ্রাম থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেই বলেছেন নিশ্চিতভাবেই এখনো আমরা টেস্টে ভালো দল না। গেল ২২ বছরে ক্রিকেটের এই অভিযাত ফরম্যাটে বাংলাদেশ উন্নতি করলেও তার ধারাবাহিকতা নেই। উদাহরণ দিতে খুব  বেশি দূর যেতে হবে না। এই নিউজিল্যান্ডে টেস্ট জয়ের ইতিহাস গড়লেও পরের তিন ম্যাচে হেরে যায় বাজে ভাবে। সবশেষ দক্ষিণ আফ্রিকাতে দু’টি ম্যাচে বোলাররা দারুণ করলেও ব্যাটিং ব্যর্থতায় মিলেছে করুণ পরাজয়। এমন চাপের মধ্যেই দলে একের পর ইনজুরিও দারুণ চিন্তায় ফেলে দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কী হবে সেই শঙ্কা। তবে  চট্টগ্রাম টেস্টের দু’দিনে ব্যাটে-বলে মিলেছে আলোর দেখা। লঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৯ রানে আউট হয়েছেন আক্ষেপ নিয়ে সেই সঙ্গে তার দল থেমেছে ৩৯৭ রানে। সাগরিকার ব্যাটিং স্বর্গে টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী টাইগার বোলারদের ছুড়ে দিয়েছিলেন দারুণ চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন
 দুই পেসার ব্যর্থ হলেও সাকিব আল হাসান ৩, তাইজুল ইসলাম ১  ও নাঈম হাসান ৬ শিকার করে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ১০ উইকেট। এরপর ব্যাট হাতে জবাব দিতে নেমে দ্বিতীয় দিন বিকেলে শেষ সেশনে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৭৬ রান। আজ ৩২১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে টাইগাররা। তামিম ইকবাল ৩১ ও তার সঙ্গী তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ৩৫ রান করে অপরাজিত আছেন। তৃতীয় দিনের সকালটা তাদের জন্য বড় চালেঞ্জ। তবে বল হাতে সফল নাঈম বিশ্বাস করেন পারবেন ব্যাটসম্যানরাও। তিনি বলেন, ‘এখন তামিম ভাই আর জয় খুব ভালো ব্যাটিং করছে। এখানে যত লম্বা ব্যাটিং করা যায়, আমাদের জন্য তত ভালো। যদি আমরা লিডটা পাই, তখন চেষ্টা করা যত দ্রুত অলআউট করতে পারি।’ 
দক্ষিণ আফ্রিকায় সবশেষ টেস্টে সিরিজে ব্যাটিং বিপর্য়ের পর থেকেই  ভয়-শঙ্কা কাজ করছিল টাইগার ক্রিকেট ভক্তদের মনে। এমনকি বিসিবি’র কর্তারাও নড়েচড়ে বসেছিলেন দারুণ ভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ২২ টেস্টে মাত্র ১ জয় তাও তাদের মাটিতে। দেশের মাটিতে লঙ্কার বিপক্ষে আগের ৮ টেস্টে কোনো জয় নেই আছে শুধু দু’টি ড্র। পরিসংখ্যান বলছে সবদিক থেকে এগিয়ে সফরাকারীরা। তবে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় টাইগার শিবিরে বইছে স্বস্তির হাওয়া। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৪শ’র নিচে আটকানো গেছে। আর শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে দুই ওপেনার গড়ে তুলেছেন ৭৬ রানের অপরাজিত জুটি। তবে এমন আত্মবিশ্বাসটা দিয়েছেন বোলাররাই। গেল দুইদিন সাগরিকার ব্যাটিং স্বর্গে তারা যেভাবে লড়াই করেছেন তা অবিশ্বাস্য। বিশেষ করে সাকিব আল হাসান ম্যাচের ৫ দিন আগে করোনা আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন। তবে কল্পনাকেও হার মানিয়ে ফিরেছেন ম্যাচের আগের দিন মাঠে। মাত্র ৩০ মিনিটের অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু চট্টগ্রাম টেস্টের দু’দিন তাকে দেখে মনেই হয়নি তার উপর দিয়ে গিয়েছিল কত বড় ঝড়। দুইদিনে ৩৯ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। আর খরচ করেছেন মাত্র ৬০ রান। বলার অপেক্ষা রাখে না তিনি চেপে ধরছেন বলেই নাঈম হাসানরা সফল হয়েছেন। দিন শেষে নাঈম তা স্বীকারও করে নিয়েছেন। তিনি বলেন, ‘তাইজুল ভাইরাও তো খুব ভালো বল করছে, ওরা রান আটকে রেখেছে। তারপর সাকিব ভাইও ভালো বল করেছে, রান আটকে রেখেছে। গতকালকে কিন্তু আমি ও রকম ভালো বল করতে পারিনি যেটা সত্যি কথা মানে একটা জায়গায় রান আটকে রাখার মতো। গতকালকে উনারা রান আটকে রাখছে। গতকালকে সাকিব ভাই, কোচ ও সৌরভ ভাইদের সঙ্গে কথা বলেছি উইকেট কি ডিমান্ড করছে, ওই অনুযায়ী বল করার চেষ্টা করেছি। বলতেই আল্লাহ্‌র রহমতে সাফল্য এসেছে।’ 
মাঠে সাকিব আল হাসানের প্রভাবটাও যে দারুণভাবে পড়েছে তা অকপটেই জানিয়েছেন নাঈম। তিনি বলেন, ‘আসলে সাকিব ভাই তো আমাদের সঙ্গে কথা বলে, সৌরভ ভাইও কথা বলে। উনার কাছে তো পুরো টিমের দায়িত্ব। তো সাকিব ভাই ছোট ছোট বিষয়গুলো বলে দেয়, মানে এখন এ রকম করতে হবে, যেটা অনেক উপকারে আসে।  উইকেটটা আসলে খুব ভালো। ওখানে রান ছাড়া বল করার পরিকল্পনা ছিল ভালো জায়গায়। কিন্তু ওখানে যদি এক রান হয়ে যায় প্যানিক হবে না। সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমার, উনি বলেছিল। বাউন্ডারি ছাড়া ওভারটাই ভালো ছিল।’  আজ ব্যাট হাতে রানের চাকা সচল রাখতে পারলে এই ম্যাচে জয় সম্ভব টাইগারদেল। মূলত ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশ।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status