ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

তাকসিমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের অগ্রগতি কতোদূর তা জানতে চেয়েছেন হাইকোর্ট।  এ বিষয়ে আজ মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে  হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে  গঠিত হাইকোর্ট বেঞ্চ এমডি হিসেবে তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। 

এ ছাড়া,  ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খানের নিয়োগ চ্যালেঞ্জ করে করা রিটের আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অপরদিকে ওয়াসার এমডির পক্ষে ছিলেন আইনজীবী এএম মাছুম ও মাহসিব হোসেন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

শুনানিতে  রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমন আদালতকে বলেন, নিয়োগ প্রবিধানের শর্ত না মেনে ২০০৯ সালে তাকসিম এ খানকে নিয়োগ দেয়া হয়। ওয়াসার এমডি হতে হলে যে ধরনের অভিজ্ঞতা থাকা দরকার, সেটি তার ছিল না। ফলে তার নিয়োগে যে অনিয়ম হয়েছে সেটি অনুসন্ধানের নির্দেশনা দেয়া প্রয়োজন। জবাবে ওয়াসার এমডির পক্ষের আইনজীবী এএম মাছুম বলেন, এমডির নিয়োগ আইন অনুসারে হয়েছে। ২০০৯ সালে এ নিয়োগ হয়ে গেছে।

বিজ্ঞাপন
এ আবেদন এখন অকার্যকর। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ওয়াসার এমডির বিষয়ে অনুসন্ধান চলছে। আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছে। 

ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগে অনিয়ম হয়েছে উল্লেখ করে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status