ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর

গণহত্যার লোমহর্ষক বর্ণনা শুনলেন কক্সবাজারে, আজ যাচ্ছেন ভাসানচর

কূটনৈতিক রিপোর্টার
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস কক্সবাজারে দু’দিন কাটিয়ে সোমবার ঢাকায় ফিরেছেন। আজ যাচ্ছেন ভাসানচরে। সরকারি আয়োজনে তিনি দিনের শুরুতে ভাসানচর পৌঁছাবেন। ফিরবেন বিকালে। এরপর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে তার। কূটনৈতিক এবং স্থানীয় সূত্র জানিয়েছে, রোহিঙ্গাদের অবস্থা সরজমিন দেখতে সোমবার কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির পরিদর্শন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। রোববার থেকে কক্সবাজারে অবস্থান করা নয়েস সোমবার সকালে কক্সবাজার শহর থেকে সড়কপথে ৪২ কিলোমিটার দূরে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়শিবির কুতুপালংয়ে পৌঁছান। আগের দিন বিকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যান এবং সৈকত সংলগ্ন একটি পাঁচতারকা হোটেলে রাতযাপন করেন। কুতুপালং আশ্রয়শিবিরের চারপাশে ২০টির বেশি ক্যাম্পে ৫ বছরের বেশি সময় ধরে বাস করছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা প্রায় ৯ লাখ রোহিঙ্গা। স্থানীয়রা জানায়, সকাল সোয়া নয়টার দিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর কুতুপালং আশ্রয়শিবিরে পৌঁছায়।

বিজ্ঞাপন
প্রথমে তিনি ক্যাম্প-৯ এর সার্ভিস সেন্টারে যান। এরপর ক্যাম্প-৮ ডব্লিউ পরিদর্শন করেন। সেখানে ১০-১৫ জন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে একান্তে কথা বলেন জুলিয়েটা ভ্যালস নয়েস। ওই আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের কাছে জানতে চেয়েছেন, আশ্রয়শিবিরে থাকার পরিবেশ কেমন? নিরাপত্তাব্যবস্থা কেমন? মিয়ানমারে ফিরে যেতে রোহিঙ্গারা রাজি কিনা? রাখাইন প্রত্যাবাসনের জন্য কতোটা প্রস্তুত ইত্যাদি। জবাবে কয়েকজন রোহিঙ্গা ২০১৭ সালের ২৫শে আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী কর্তৃক বর্বর নির্যাতন, অগ্নিসংযোগ, গণহত্যা ও নিপীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা রাখাইনে ফিরতে চায়। কিন্তু ফেরার আগে মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং যেখান থেকে (রাখাইন রাজ্য) রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করা হয়েছে, সেখানেই (নিজেদের বসতভিটায়) পুনর্বাসন করতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রোহিঙ্গারা। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রতিনিধিরা বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাদের বলেছেন, মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক সেবায় রোহিঙ্গাদের পাশে থাকবে দেশটি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), কার্যালয়ের সহকারী কমিশনার (ক্যাম্প ইনচার্জ) মো. খালিদ হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আশ্রয়শিবিরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ত্রাণ ও চিকিৎসাসেবা কেন্দ্র পরিদর্শন করেন। রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। পাঁচ দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে আসা জুলিয়েটা ভালস নয়েস মার্কিন সিনিয়র ফরেন সার্ভিসের একজন ক্যারিয়ার সদস্য। তিনি ২০২২ সালের ৩১শে মার্চ জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি অব স্টেট হন। এর আগে নয়েস ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সফর শেষে বুধবার তার থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status