ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

২০২২ সালে প্রিমিয়াম সংগ্রহ

৫০০ কোটি টাকার মাইল ফলক অতিক্রম করল সোনালী লাইফ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২২, সোমবার, ৫:৪৯ অপরাহ্ন

mzamin

পাঁচশত কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের মাইলফলক অতিক্রম করার গৌরবময় সাফল্য অর্জন করেছে নতুন প্রজন্মের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। দেশের ঊদীয়মান জীবন বীমা শিল্প খাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহীতা পরিপালনের মধ্য দিয়ে বীমা শিল্পে আমূল পরিবর্তন আনয়নের অঙ্গিকার নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে সোনালী লাইফ। এর ফলশ্রুতিতেই প্রতিষ্ঠানটি তার অগ্রযাত্রার এই মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

পাঁচশ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের এই অভাবনীয় সাফল্য উদযাপন উপলক্ষে সোনালী লাইফ গত রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান জয়নুল বারী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইনস্যুরেন্স এ্যসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে গেস্ট অব অনার এবং আইডিআরএ এর মেম্বার মইনুল আলম, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিল্প উদ্যোক্তা বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সোনালী লাইফ ইনসু্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা মোস্তফা গোলাম কুদ্দুস এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সোনালী লাইফের পরিচালনা পর্ষদ এর সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানটির সিনিয়র কর্মকর্তাসহ সকলে এ বর্ণাঢ্য সমাবেশে অংশগ্রহণ করেন। সোনালী লাইফ এর সিইও মীর রাশেদ বিন আমান অনুষ্ঠানে  কোম্পানির কর্মকাণ্ড নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সোনালী লাইফ এর পরিচালক শেখ মোহাম্মদ ডানিয়াল, রূপালী ইনস্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাশেদ বিন আমান বলেন, সোনালীর ডিজিটালাইজড সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে এবং এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা ও সর্বস্তরের কর্মকর্তাসহ সকলের ঐকান্তিক চেষ্টার কারণেই ৫০০ কোটি টাকার উচ্চ লক্ষমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের শেষ অংশে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতায়োজন ও ডিনারের মধ্য দিয়ে এ আনন্দ আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
 

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status